1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চুনী গোস্বামী প্রয়াত

৩০ এপ্রিল ২০২০

ভারত ও পশ্চিমবঙ্গের কিংবদন্তী ফুটবলার চুনী গোস্বামী আর নেই। দক্ষিণ কলকাতার একটি বেসরকারি হাসপাতালে বৃহস্পতিবার বিকেলে তাঁর মৃত্যু হয়েছে।

https://p.dw.com/p/3bcCY
ছবি: DW/S. Payel

ভারতের জাতীয় দল এবং মোহনবাগানের ইতিহাসে অন্যতম সেরা স্ট্রাইকারের জীবন শেষ হয়ে গেলো ৮২ বছর বয়সে। তাঁর চলে যাওয়ার সঙ্গে অবসান হলো ভারতীয় ফুটবলের এক গৌরবোজ্জ্বল যুগের।

চুনীর জন্ম অবিভক্ত বাংলার কিশোরগঞ্জে। আট বছর বয়স থেকে তিনি মোহনবাগানে খেলেছেন। প্রথমে জুনিয়ার টিমে। পরে সিনিয়ার দলে। জীবনে মোহনবাগান ছাড়া দ্বিতীয় কোনও ক্লাবে খেলেননি। ভারতীয় ফুটবল দলে তাঁর সহ খেলোয়াড় পি কে বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগেই মারা গিয়েছেন। এ বার চলে গেলেন চুনী। তাঁর অধিনায়কত্বেই ভারত এশিয়ান গেমসে ফুটবলে সোনা জিতেছিল। আন্তর্জাতিক ফুটবলে ৫০টি ম্যাচ খেলেছিলেন এই শিল্পী ফুটবলার। প্রচুর গোল করেছেন।

ফুটবল ছাড়ার পর তিনি ক্রিকেট খেলতে শুরু করেন। রঞ্জি  ট্রফিতেও খেলেছেন। ১৯৭১-৭২ সালে বাংলা রঞ্জি ফাইনালে ওঠে। সেই দলেও চুনী ছিলেন।  টেনিসও খেলতেন। একটি বাংলা সিনেমায় অভিনয় করেছেন। কলকাতার শেরিফও হয়েছেন। সব অর্থেই তিনি ছিলেন বর্ণময়।

জিএইচ/এসজি(পিটিআই, এএনআই)