1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

তর্কে রাশিয়া-অ্যামেরিকা

২৩ আগস্ট ২০১৯

জাতিসংঘের একটি বৈঠকে বৃহস্পতিবার রাশিয়া ও অ্যামেরিকার প্রতিনিধিদের মধ্যে তুমুল তর্ক হয়, বিষয়, বিশ্বে বাড়ন্ত সামরিকীকরণের দায় আসলেই কার৷

https://p.dw.com/p/3OMZI
USA San Nicolas | Start Mittelstreckenrakete
ছবি: picture-alliance/dpa/Scott Howe/The Defense Department of the US

রাশিয়ার অনুরোধে, জাতিসংঘের নিরাপত্তা পরিষদের একটি বৈঠকের আয়োজন করা হয়৷ সেই বৈঠকে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে চীনও উপস্থিত ছিল৷

বৈঠকের বিষয়, ঠাণ্ডাযুদ্ধ পরবর্তী সময়ে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডার ও আইএনএফ বা ইন্টারমিডিয়েট রেঞ্জ নিউক্লিয়ার ফোর্সেস চুক্তি লঙ্ঘন৷ সেই বৈঠকে রাশিয়া ও অ্যামেরিকা একে অপরের দিকে দায় ঠেলে দেওয়ার চেষ্টা চালিয়ে গেলেও চীনা প্রতিনিধি নিরপেক্ষ অবস্থান বজায় রাখেন৷

দু'পক্ষেই লঙ্ঘনের দায়

রাশিয়ান প্রতিনিধি ডিমিট্রি পোলিয়ানস্কি মার্কিন ‘দ্বিচারিতার' প্রসঙ্গে বলেন যে অ্যামেরিকা জেনেশুনেই আইএনএফ চুক্তির লঙ্ঘন করেছে৷ তাঁর বক্তব্যের প্রমাণ হিসাবে তিনি তুলে ধরেন ১৮আগস্ট সম্পন্ন হওয়া মার্কিন পরমাণু পরীক্ষার উদাহরণ৷ তিনি বলেন যে, রাশিয়া যখন প্রকৃত সংলাপের পথে যাচ্ছে, সেই সময় মার্কিন অবস্থান আসলে বাড়তি সামরিকীকরণেরই লক্ষণ৷

উত্তরে, মার্কিন প্রতিনিধি জনাথন কোহেন বলেন, ‘‘চীন ও রাশিয়া আসলে এমন বিশ্বের স্বপ্ন দেখে যেখানে শুধু অ্যামেরিকাই নিজেকে সংযত করবে, কিন্তু নিজেরা চালিয়ে যাবে আরো নতুন অস্ত্র কেনা ও তৈরি করার কাজ৷'' রাশিয়ার বিরুদ্ধে মার্কিন অভিযোগ, ১০ বছর আগেই রাশিয়া লঙ্ঘন করেছে আইএনএফ চুক্তি, ফলে এমন অভিযোগ করার নৈতিক অধিকার রাশিয়ার নেই৷

বিশ্বে আরো কার্যকরী অস্ত্র নিয়ন্ত্রণের পক্ষে কোহেন প্রশ্ন তুললে চীনা প্রতিনিধি ঝাং চুন বলেন যে মার্কিন যুক্তরাষ্ট্র ও রাশিয়ার সাথে এমন চুক্তিতে যাওয়ার ইচ্ছা তাদের নেই৷

উল্লেখ্য, আলোচিত এই আইএনএফ চুক্তিতে রাশিয়া ও অ্যামেরিকা সই করে ঠাণ্ডা যুদ্ধের সময়৷

এসএস/কেএম (রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য