চীনের মুসলিমদের সম্পর্কে পাঠকদের ভাবনা | পাঠক ভাবনা | DW | 29.01.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চীনের মুসলিমদের সম্পর্কে পাঠকদের ভাবনা

চীনে বসবাসরত মুসলিমদের নিয়ে করা ছবির প্রতিবেদেনটি পড়ার পর এ সম্পর্কে জানার আগ্রহ আরো বেড়েছে পাঠদের৷ আর সে-কথাই জানিয়েছেন তাঁরা ফেসবুক পাতায়৷

পাঠক রাদ ফখরুল লিখেছেন,  ‘‘২য় বিশ্ব যুদ্ধের আগে চীনের মোট জনসংখ্যার ৭ ভাগের ১ ভাগ লোক মুসলিম ছিল৷ চীনের জনসংখ্যা যখন ১২০ কোটি ছিল, তখন মুসলিম ছিল ১৮ কোটি৷ সেনাপতি মা বু ফাং মুসলিম ছিলেন৷ চীনের ১৮টি জাতি-উপজাতি মুসলিম৷'' তিনি আরো লিখেছেন, ‘‘ডয়চে ভেলে, অর্থাৎ আপনারা মাত্র ২টা জাতির তথ্য দিয়েছেন৷  ইউনান প্রদেশ মুসলিম সংখ্যাগরিষ্ঠ ছিল৷ এখানে হুই বা উইগুররা বাস করে না৷'' এ সম্পর্কে আরো তথ্যসহ রিপোর্ট পরিবেশনের অনুরোধও জানিয়েছেন তিনি৷

পাঠক সাব্বির ইবনে জামান মনে করেন, চীনের  মুসলমানদের উচিত জাতিগত পরিচয়ে স্বস্তিবোধ করা৷

অন্যদিকে ইফতেখার আলম রাজীবের ধারণা, সাম্রাজ্যবাদী চীন কারো বন্ধু নয়!

সংকলন:  নুরুনবনাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী