1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনের জিকেতান শহরে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী নিউমনিক প্লেগ

৩ আগস্ট ২০০৯

চীনের উত্তরাঞ্চলের এক প্রদেশে নিউমনিক প্লেগে আক্রান্ত হয়ে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে৷ ইতিমধ্যে আক্রান্ত শহরটিকে কোয়ারানটাইন করা হয়েছে৷

https://p.dw.com/p/J2B7
ছবি: AP

চীনের সরকারি সংবাদমাধ্যম এবং স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে একাধিক বার্তাসংস্থা জানিয়েছে যে উত্তরাঞ্চরের কিংহাই প্রদেশের জিকেতান শহরে এই ভাইরাসজনিত নিউমনিক প্লেগ ধরা পড়ে৷ এক বিবৃতিতে কিংহাই স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে এই রোগে আক্রান্ত হয়ে ৩২ বছর বয়সী এক পশুপালক মারা গেছে৷ এছাড়া আরো ১১ জনের শরীরে এই রোগ ধরা পড়েছে৷ এদিকে রোববার সরকারি বার্তা সংস্থা সিনহুয়া জানিয়েছে যে মৃত ওই পশুপালকের প্রতিবেশী ৩৭ বছর বয়সী এক ব্যক্তিও একই রোগে মারা গেছে৷ স্থানীয় স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে ১০ হাজার নাগরিক অধ্যুষিত জেকাতান শহরটিকে ইতিমধ্যেই কোয়ারানটাইন করা হয়েছে৷ কবে এই কোয়ারানটাইন উঠিয়ে নেওয়া হবে সেটি বলা হয়নি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে৷

কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে যে যারা ১৬ই জুলাই কিংবা তার পরে জিকেতান শহর ভ্রমণ করেছেন তাদের মধ্যে যদি কারো কাশি কিংবা জ্বর হয়ে থাকে তাহলে তাঁরা যেন দ্রুত চিকিৎসা নেন৷ উল্লেখ্য, আন্তর্জাতিক স্বাস্থ্য সংগঠন ডব্লিউ এইচ ও-র মতে নিউমনিক প্লেগ হচ্ছে প্লেগ জাতীয় রোগগুলোর মধ্যে সবচেয়ে বেশি ভাইরাসজনিত রোগ৷ বাতাসে এই রোগের ভাইরাস পরিবাহিত হওয়ায় থুথু কিংবা কাশির মাধ্যমে সহজেই এই রোগ ছড়িয়ে পড়তে পারে৷ এই রোগের ভাইরাস আক্রান্ত ব্যক্তির ফুসফুসে আঘাত হানে৷ সময়মত চিকিৎসা না নিলে আক্রান্ত ব্যক্তির মারা যাওয়ার সম্ভাবনা শতভাগ৷ সাধারণত অন্য ধরণের প্লেগ রোগে আক্রান্ত হতে কয়েকদিন সময় লাগে কিন্তু নিউমনিক প্লেগের ভাইরাস খুব দ্রুত শরীরকে আঘাত করে৷

প্রতিবেদক: রিয়াজুল ইসলাম, সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়