1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীনে জিমেল সেবা বন্ধ

২১ মার্চ ২০১১

গুগল ডট কমের ইমেল এ্যাকাউন্ট জিমেল ডট কম৷ চীনে এই ইমেল এ্যাকাউন্ট এই মুহূর্তে কাজ করছে না বলে গুগল আজ সোমবার জানিয়েছে৷

https://p.dw.com/p/10d9G
ছবি: picture alliance/dpa

চীনা সরকার এই এ্যাকাউন্টটি ব্লক করে রেখেছে বলে গুগল ইনকর্পোরেশনের ধারণা৷ তারা বলছে এটা যান্ত্রিক কোনো সমস্যা নয় কারণ প্রকৌশলীরা সবকিছু পরীক্ষা করে দেখেছেন৷ অন্য যে কোনো দেশ থেকে এ্যাকাউন্টে যাওয়া যাচ্ছে, ইমেল চেক করা সম্ভব হচ্ছে৷ চীনা সরকার খুব পরিকল্পিতভাবে ওয়েবসাইটটি ব্লক করে রেখেছে৷ প্রথমে দেখলে মনে হবে তা একটি যান্ত্রিক সমস্যা৷ অথচ তা নয়৷ বলছে গুগল৷

উল্লেখ্য, চীনে ইন্টারনেট ব্যবহারে বেশ কিছু নিষেধাজ্ঞা রয়েছে৷ ইউটিউব, ফেসবুক এবং টুইটার সেখানে অচল৷ অথচ পৃথিবীর অন্য কোনো দেশে এ ধরণের নিষেধাজ্ঞা নেই৷

গত জানুয়ারি মাসে মধ্যপ্রাচ্যে গণতন্ত্রের দাবিতে উঠেছে আন্দোলনের জোয়ার৷ সেই জোয়ার যেন চীন পর্যন্ত না আসতে পারে সেই লক্ষ্যেই এই সাবধানতা৷ কারণ মধ্যপ্রাচ্যে আন্দোলনের পর চীনে ‘জেসমিন রেভুলেশন' নামে আন্দোলন শুরুর একটা প্রবণতা দেখা দিয়েছিল৷ কিন্তু চীনা সরকার তা দমন করেছে৷ ফলে কোনো ধরণের মিছিল বা আন্দোলন চোখে পড়েনি৷

গুগলের একজন মুখপাত্র জানান, জানুয়ারি মাসের শেষের দিক থেকেই এই এ্যাকাউন্টে সমস্যা হচ্ছিল৷ যেসব সমস্যা দেখা দিচ্ছে সেগুলো হলো লগ-ইন করা বা ঢোকা সম্ভব হচ্ছে না বা ঢোকা গেলেও কোন মেল পাঠানো যাচ্ছে না৷

গুগল এ বিষয়ে চীনা কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছে কি না তা এখনো জানা যায়নি৷

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: জাহিদুল হক