1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চীন বোমা তৈরীর ইউরেনিয়াম দিয়েছিল পাকিস্তানকে: ওয়াশিংটন পোস্ট

১৩ নভেম্বর ২০০৯

চীন ১৯৮২ সালে পাকিস্তানকে ২টি পরমাণু বোমা তৈরীর জন্য ইউরেনিয়াম দিয়েছিল৷ পাকিস্তানের পরমাণু কর্মসূচির জনক আব্দুল কাদির খানের স্বীকারোক্তি এবং তার স্ত্রীর কাছে লেখা চিঠির বরাত দিয়ে ওয়াশিংটন পোস্ট একথা জানিয়েছে৷

https://p.dw.com/p/KVz8
ফাইল ফটোছবি: AP

ওদিকে শুক্রবার সকালে প্রায় তাৎক্ষণিকভাবেই যুক্তরাষ্ট্রের পত্রিকাটির এ প্রতিবেদনকে ‘‘ভিত্তিহীন'' বলে উড়িয়ে দিয়েছে পাকিস্তান৷

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রণালয়ের এক মুখপাত্র বলেন,‘‘পাকিস্তান ওই প্রতিবেদনে প্রকাশিত বক্তব্যকে দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছে যা কিনা পাকিস্তান ও চীনকে হেয় করার উদ্দেশ্যই এই সময় করা হয়েছে৷''

ওয়াশিংটন পোষ্ট জানায়, সচেতনভাবে পরমাণু অস্ত্র বিস্তারের এই ঘটনাটি ঘটেছিল ১৯৭৬ সালে চীনা নেতা মাও সেতুং এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী জুলফিকার আলি ভুট্টোর এক গোপন পরমাণু চুক্তির ফলাফল হিসেবে৷

প্রতিবেদক: মুনীর উদ্দিন আহমেদ

সম্পাদনা: আবদুস সাত্তার