1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চার্লি চ্যাপলিন বার্লিনে এসেছিলেন আশি বছর আগে

১৬ জুলাই ২০১১

সারা বার্লিন ভেঙে পড়েছিল চ্যাপলিনকে দেখতে৷ শুক্রবার রাত্রে সেই ব্রান্ডেনবুর্গ তোরণের সামনেই চ্যাপলিনের হিটলারকে প্যারডি করা সুবিখ্যাত ছবি ‘‘দ্য গ্রেট ডিক্টেটর’’ প্রদর্শিত হল৷

https://p.dw.com/p/11wXR
Actor Charlie Chaplin is seen in the film "The Great Dictator," the first film in which he speaks, 1940. (AP Photo)
‘‘দ্য গ্রেট ডিক্টেটর’’ ছবিতে হিটলারের ভূমিকায় চার্লি চ্যাপলিনছবি: AP

চ্যাপলিন বার্লিনে এসেছিলেন ১৯৩১ সালে৷ নাৎসিরা তখনও ক্ষমতা দখল করেনি, তবুও বিভিন্ন নাৎসি পত্র-পত্রিকায় চ্যাপলিনকে ‘ক্ষুদে ইহুদি' বলে আখ্যা দিয়ে গালিগালাজ করা হয়৷ অথচ চ্যাপলিন আদৌ ইহুদি নন৷ সেই কারণেই নাকি চ্যাপলিন অকালে তাঁর বার্লিন সফর ভঙ্গ করে জার্মানি পরিত্যাগ করেন৷

চ্যাপলিনের সেই ঐতিহাসিক বার্লিন সফরের ৮০ বছর পরে তাঁর সুযোগ্যা কন্যা জেরালডাইন চ্যাপলিনকে দেখা গেল সেই অ্যাডলন হোটেলের ওপরের তলার একটি স্যুইটের বারান্দায়৷ সেখান থেকে ব্রান্ডেনবুর্গ তোরণ সরাসরি দেখা যায়৷ বাবার মতোই হাত-পা নেড়ে নীচে জনতাকে খুশি করলেন জেরালডাইন৷

Actress Geraldine Chaplin poses for the photographers during a photo call prior to the press conference about her film " En La Ciudad Sin Limites" at the 52nd Berlinale International Film Festival in Berlin, Friday, Feb. 15, 2002. (AP Photo/Roberto Pfeil) (Photo für Kalenderblatt)
জেরালডাইন চ্যাপলিনছবি: AP

সংগ্রহশালায় খোদ হিটলারের সেই সুবিশাল ভূগোলকটি দেখে জেরালডাইন রোমাঞ্চিত: চ্যাপলিন তো ঠিক এই গোলকটিকে নকল করেই তাঁর গ্রেট ডিক্টেটর ছবির বেলুনের গোলক সৃষ্টি করেছিলেন৷ চিত্রনাট্যে ন'পাতা জুড়ে ছিল চ্যাপলিনের সেই বেলুনের ভূগোলক নিয়ে নৃত্যের কোরিওগ্রাফি৷ সেই প্রথম চ্যাপলিন একটি সম্পূর্ণ চিত্রনাট্য লেখেন, সেই প্রথম সবাক চলচ্চিত্রের জগতে পা বাড়ান৷

এ'সবই ইতিহাস, যার কথা স্মরণ করে বার্লিনে এখন ২৪ দিনের একটি ফেস্টিভালে চ্যাপলিনের ৮০টি ফিল্ম দেখানো হচ্ছে৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই