1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রকেট প্রযুক্তি

২৯ নভেম্বর ২০১২

ভবিষ্যতে পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে বিমানে করে যেতে সময় লাগতে পারে মাত্র চার ঘণ্টা৷ এ লক্ষ্যে উন্নতমানের ইঞ্জিন তৈরির কাজ করছে ব্রিটিশ এক কোম্পানি৷

https://p.dw.com/p/16sW0
ছবি: Getty Images

ইউরোপীয় মহাকাশ সংস্থা সম্প্রতি ঐ কোম্পানির কাজে সন্তোষ প্রকাশ করেছে৷

ব্রিটিশ ঐ কোম্পানির নাম ‘রিঅ্যাকশন ইঞ্জিনস লিমিটেড'৷ তারা যে ইঞ্জিন তৈরির কাজ করছে তার নাম ‘সেবার'৷ এর ক্ষমতা হবে বর্তমানে জেট ইঞ্জিনের চেয়ে দ্বিগুন৷ অর্থাৎ জেট ইঞ্জিনের মাধ্যমে বর্তমানে শব্দের গতির চেয়ে আড়াই গুন বেশি গতি অর্জন করা যায়৷ সেবার-এর মাধ্যমে ঐ গতিটা বাড়িয়ে পাঁচগুন করা যাবে বলে দাবি ব্রিটিশ ঐ কোম্পানিটির৷

কিন্তু কীভাবে? রিঅ্যাকশন ইঞ্জিনস বলছে, গতি বাড়ানোর ক্ষেত্রে অনেকগুলো সমস্যার মধ্যে একটা হলো, এর ফলে বাইরের তাপমাত্রা বেড়ে এক হাজার ডিগ্রি সেলসিয়াস হয়ে যেতে পারে৷ সেক্ষেত্রে ইঞ্জিনটা গলে যাবে৷

সেবার ইঞ্জিনের জন্য এমন প্রযুক্তি উদ্ভাবন করা হয়েছে যার কারণে মুহূর্তের মধ্যেই তাপমাত্রা কমিয়ে আনা যাবে৷ নতুন প্রযুক্তি দিয়ে এক সেকেন্ডের একশো ভাগের এক ভাগ সময়ের মধ্যে এক হাজার ডিগ্রি তাপমাত্রাকে মাইনাস ১৫০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নামিয়ে আনা যাবে – এমনটাই বলছেন রিঅ্যাকশন ইঞ্জিনস কোম্পানির কর্মকর্তারা৷

তাদের এই প্রযুক্তি ঠিকভাবে কাজ করছে বলে রায় দিয়েছে ইউরোপীয় মহাকাশ সংস্থা, ইসা৷ সম্প্রতি তারা ঐ প্রযুক্তি পরীক্ষা করে দেখেছে৷

কোম্পানি বলছে, তাদের প্রযুক্তির পুরোপুরি উন্নয়নের জন্য আগামী তিন বছরে চারশো মিলিয়ন ডলার প্রয়োজন পড়বে৷ এজন্য তারা ব্যক্তিগত সূত্র থেকে শুরু করে সরকারি বিনিয়োগও আশা করছে৷ সবকিছু ঠিক থাকলে আগামী ১০ বছরের মধ্যে সেবার ইঞ্জিন বাস্তবে রূপ দেয়া সম্ভব হবে বলে কোম্পানির কর্মকর্তারা আশা করছেন৷

রিঅ্যাকশন ইঞ্জিনসের আশা, এই ইঞ্জিন দিয়ে বছরে ১১২ বিলিয়ন ডলারের বাজার ধরা যাবে৷ মহাকাশ যাত্রা, হাইপারসনিক বিমান, জ্বালানি সাশ্রয়ী জেট ইঞ্জিন ও মধ্যপ্রাচ্যে সাগরের পানি খাবার যোগ্য করার প্রণালী – এই চারটি ক্ষেত্রে সেবার ইঞ্জিনকে কাজে লাগানো যাবে৷

সেবার ইঞ্জিন উদ্ভাবনের খবরে ইতিমধ্যে বিমান চলাচল খাতের ব্যবসায়ীদের মধ্যে উচ্ছ্বাস দেখা গেছে৷ কেননা এর ফলে জ্বালানি ব্যয় কমবে বর্তমানের চেয়ে প্রায় পাঁচ থেকে ১০ শতাংশ৷ টাকার অংক যার পরিমাণ ১০ থেকে ২০ বিলিয়ন ডলার৷

জেডএইচ/ডিজি (রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য