1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চাকরি নিয়ে ব্রিটেন যেতে ৭০ পেতে হবে

১৯ ফেব্রুয়ারি ২০২০

কম দক্ষদের চেয়ে ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশের দক্ষ কর্মীদের অভিবাসী হিসেবে পেতে চায় ব্রিটেন৷ তাই বুধবার পয়েন্টভিত্তিক একটি অভিবাসন পরিকল্পনা প্রকাশ করেছে দেশটি৷

https://p.dw.com/p/3XzuT
ছবি: Getty Images/O. Scarff

আগামী বছর থেকে শুরু হবে এই পরিকল্পনার বাস্তবায়ন৷ এতে বলা হয়, ব্রিটেনে কেউ অভিবাসী হতে চাইলে তাকে ৭০ পয়েন্ট পেতে হবে৷ কীভাবে তা পাওয়া যাবে তারও একটি তালিকা বুধবার প্রকাশ করা হয়েছে৷

অভিবাসী ভিসার আবেদনের জন্য তিনটি বিষয় অবশ্যই লাগবে৷ এর মধ্যে একটি হচ্ছে, ‘অনুমোদিত স্পন্সরের’ কাছ থেকে চাকরির প্রস্তাব৷ এটি ২০ পয়েন্টের সমান বলে গণ্য হবে৷ এরপর ‘যথাযথ দক্ষতা’র জন্য ২০ ও ইংরেজি সক্ষমতার জন্য ১০ পয়েন্ট পাবেন আবেদনকারীরা৷ অর্থাৎ এই তিনটি বিষয় মিলে ৫০ পয়েন্ট পেতে হবে৷

বাকি ২০ পয়েন্ট আসতে পারে বেতন, আপনার পিএইচডির বিষয় কিংবা আপনি কোন ক্ষেত্রে চাকরির প্রস্তাব পেয়েছেন, সেখান থেকে৷

যেমন আপনার বেতন যদি বার্ষিক ২৫,৬০০ পাউন্ড বা তার বেশি হয় তাহলে ২০ পয়েন্ট পাবেন৷ আর বেতন ২৩,০৪০-২৫,৫৯৯ পাউন্ডের মধ্যে হলে পাবেন ১০ পয়েন্ট৷ এর নীচে বেতন হবে কোনো পয়েন্ট পাওয়া যাবে না৷

আপনার পিএইচডির বিষয় যদি কাজের সঙ্গে সম্পর্কিত হয় তাহলে আপনি ১০ পয়েন্ট পাবেন৷ আর বিজ্ঞান, প্রযুক্তি, প্রকৌশল ও গণিতে পিএইচডি হলে পাওয়া যাবে ২০ পয়েন্ট৷

এছাড়া আপনার চাকরিটি যদি এমন কোনো ক্ষেত্রের হয়ে থাকে যেসব ক্ষেত্রে ব্রিটেনে দক্ষ কর্মীর অভাব রয়েছে, তাহলে আপনি পাবেন ২০ পয়েন্ট৷

দক্ষ কর্মীর অভাব থাকা চাকরির ক্ষেত্রের তালিকা তৈরি করে ব্রিটিশ সরকারের অভিবাসন বিষয়ক পরামর্শক সংস্থা ‘মাইগ্রেশন অ্যাডভাইসরি কমিটি’ এমএসি৷ তাদের তালিকায় বর্তমানে দক্ষ কর্মীর অভাব থাকা ক্ষেত্রগুলো হচ্ছে, সিভিল ইঞ্জিনিয়ার, মেডিকেল প্র্যাকটিশনার, নার্স, সাইকোলজিস্ট ও ব্যালে নৃত্যশিল্পী৷

এমএসি নিয়মিত এই তালিকা হালনাগাদ করবে৷

পরিকল্পনাপত্রে কম দক্ষ শ্রমিকদের ব্রিটেনে ঢোকার কোনো পথের কথা উল্লেখ করা হয়নি৷

সরকার আশা করছে, নতুন ব্যবস্থার কারণে অভিবাসীর সংখ্যা কমবে৷

পরিকল্পনাপত্রে বলা হয়েছে, ‘‘ইউরোপের সস্তা শ্রমিকের উপর নির্ভরতা কমিয়ে প্রযুক্তি ও স্বয়ংক্রিয়তায় বিনিয়োগের দিকে আমাদের নজর দিতে হবে৷ চাকরিদাতাদের সমন্বয় করে নিতে হবে৷’’

আরও কিছু তথ্য:

  • বর্তমানে প্রতিবছর নির্দিষ্ট সংখ্যক কর্মীকে ভিসা দেয়া হচ্ছে৷ তবে নতুন পরিকল্পনা অনুযায়ী, আগামী বছর থেকে এমন কোনো সংখ্যা থাকবেনা৷
  • দক্ষ কর্মীর সংজ্ঞায় এ-লেভেল পাস করাদের অন্তর্ভুক্ত করা হবে৷ এতদিন সর্বনিম্ন যোগ্যতা ছিল স্নাতক পাস৷
  • দক্ষ শ্রমিকের তালিকা থেকে হোটেল-রেস্তোরাঁয় ওয়েটারের চাকরি বাদ যাবে৷ যুক্ত হবে কাঠমিস্ত্রি, রাজমিস্ত্রি ও শিশু অভিভাবকের (চাইল্ডমাইন্ডার) চাকরি৷

জেডএইচ/এসিবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান