চাঁদ, মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা চালু রাখা উচিত | পাঠক ভাবনা | DW | 25.04.2012
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

চাঁদ, মঙ্গলগ্রহ নিয়ে গবেষণা চালু রাখা উচিত

ইলিয়াস আলি নিখোঁজ পরবর্তী ঘটনাবলির খবর নিয়মিত শুনছি৷ মনমোহন সিং-এর আসাম সফর নিয়ে পরিবেশনাটি ভীষণ ভালো লাগলো৷ বাংলাদেশের চলমান রাজনৈতিক পরিস্থিতির খবর বিস্তারিত শুনছি নিয়মিত৷

এসব কথা ইমেলে জানিয়েছেন গোপালগঞ্জ থেকে শ্রোতাবন্ধু ফয়সাল আহমেদ৷

ফেসবুকের লিংক থেকে চলতি ঘটনার পাতায় ‘এক বছর আইনি লড়াই শেষে দেশে ফিরলো দুই ভারতীয় শিশু৷ এই লড়াইয়ে ভারত সরকার যেভাবে শিশু দুটির মা-বাবার পাশে দাঁড়িয়েছে, তা নজিরবিহীন৷' এই প্রতিবেদনটির জন্যও বন্ধু ফয়সাল ধন্যবাদ দিয়েছেন৷

এই একই বিষয়ে ফেসবুকে শ্রোতাবন্ধু মাহফুজুর রহমান লিখেছেন, নরওয়ে সরকারের অতিমাত্রায় বাড়াবাড়ি দুঃখজনক৷ প্রতিবেদনটি পড়ে আরো ভালো লাগার কথা লিখেছেন ফেসবুক বন্ধু আলী হুসাইন, নুরুননবী সাদী, মাহবুব রহমান খান, শাকীল ও রমেশ শাহানী৷

মুক্তিযুদ্ধের সময়কার বীরকন্যা মাজেদা শওকত আলীর সাক্ষাৎকার অনেক ভাল লেগেছে৷ তাঁর সংগ্রামী জীবনের কথা বর্তমান নারী সমাজকে অনুপ্রাণিত করতে পারবে৷ বিশ্বজিৎ কুমার মৃধা, খুলনা৷

নাগেরপুর, টাঙ্গাইল থেকে শ্রোতাবন্ধু রুবেল হাসান লিখেছেন, মঙ্গলবারের পুরো অনুষ্ঠানই খুব ভালো লেগেছে৷ বিশেষ করে ভালো লেগেছে বাংলাদেশে বাল্যবিবাহ এবং মাজেদা শওকত আলীর সাক্ষাৎকার৷

খুলনা বিশ্ববিদ্যালয়ের ছাত্র মিথুন রায় লিখেছেন, আমি বাংলাদেশের হরতাল-এর তীব্র নিন্দা জানাই৷ সকল পরীক্ষা বন্ধ, মানুষের জীবনের নিরাপত্তা নেই, চারিদিকে শুধু আতঙ্ক৷

বিজ্ঞান প্রযুক্তি পাতায় জার্মানির এক মহাকাশ যাত্রীর ভাবনা সম্পর্কে জানলাম৷ চাঁদ ও মঙ্গল গ্রহের গবেষণার কাজ যত কষ্টই হোক তা চালু রাখা উচিত৷ আন্তরিক সহযোগিতা ও সাহায্যের ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে পারে৷ বিধান সান্যাল, বালুরঘাট, দক্ষিণ দিনাজপুর৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: সঞ্জীব বর্মন

নির্বাচিত প্রতিবেদন