1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চলে গেলেন কোফি আনান

১৮ আগস্ট ২০১৮

জাতিসংঘের সপ্তম মহাসচিব কোফি আনান মারা গেছেন৷ ৮০ বছর বয়সে বার্ধক্যজনিত রোগে ভুগে সুইজারল্যান্ডে মৃত্যুবরণ করেন তিনি৷

https://p.dw.com/p/33M3w
ছবি: Reuters

কোফি আনানের পরিবার ও তাঁর ফাউন্ডেশন শনিবার সকালে তাঁর মৃত্যুর খবর জানিয়েছেন৷

সামাজিক যোগাযোগের মাধ্যমে এক বিবৃতিতে জানানো হয়, ‘‘জাতিসংঘের সাবেক মহাসচিব এবং নোবাল বিজয়ী  কোফি আনান, শনিবার মারা গেছেন৷''

ঘানায় জন্ম নেয়া এই আন্তর্জাতিক কূটনীতিক সবশেষ কাজ করছিলেন শরণার্থীদের নিয়ে৷ বিশেষ করে তাঁর নেতৃত্বে মিয়ানমারে রোহিঙ্গা সংকট নিরসনে কাজ করছিল একটি দল৷

কোফি আনান ফাউন্ডেশন নামে তাঁর নিজের একটি সংস্থা ছিল, পাশাপাশি নেলসন ম্যান্ডেলার প্রতিষ্ঠা করা ‘দ্য এল্ডার্স'-এরও সভাপতি ছিলেন তিনি৷

২০ বছর বয়সে যুক্তরাষ্ট্রে স্কলারশিপ নিয়ে অর্থনীতি পড়তে যান আনান৷ তারপর জেনেভায় যান গ্র্যাজুয়েশনের জন্য৷

পড়াশোনা শেষে জেনেভাতেই বিশ্ব স্বাস্থ্য সংস্থায় যোগ দেন তিনি৷ পরবর্তীতে আফ্রিকা এবং নিউ ইয়র্কে জাতিসংঘের বিভিন্ন পর্যায়ে কর্মকর্তা হিসেবে কাজ করেন৷

১৯৯৬ সালে জাতিসংঘের মহাসচিব নির্বাচিত হন আনান৷ সংস্থাটিকে আরো কার্যকর করে তুলে মানবাধিকার প্রতিষ্ঠা, সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং এইডস প্রতিরোধের প্রচারে গতি আনায় ২০০১ সালে নোবেল শান্তি পুরস্কার পান কোফি আনান৷

এডিকে/ডিজি (রয়টার্স/এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান