1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চণ্ডালের সন্তান এখন জনপ্রিয় লেখক

শীর্ষ বন্দ্যোপাধ্যায় এপিবি
৪ জুন ২০১৮

চণ্ডালের সন্তান মনোরঞ্জন ব্যাপারী একসময় অপরাধী হিসেবে জেল খেটেছেন৷ পরে সাহিত্যিক, সমাজকর্মী মহাশ্বেতা দেবী’র অনুপ্রেরণাতে হয়ে ওঠেন লেখক৷ লেখার মাধ্যমেই আজ তিনি হয়ে উঠেছেন দলিত সম্প্রদায়ের অন্যতম কণ্ঠস্বর৷

https://p.dw.com/p/2yupt

তাঁর কিশোর বয়সে অনাহারে মারা যায় বোন৷ মায়ের পরনের কাপড় ছিল না৷বাবার রোগের চিকিৎসা করানোর সঙ্গতি ছিল না৷ কিশোর বয়সেই বাড়ি থেকে পালান৷ কখনও আশ্রয় ফুটপাথ, কখনও স্টেশন চত্বর৷ খিদের জ্বালায় চুরি করেছেন, রাস্তার কুকুরের মুখ থেকে খাবার কেড়ে খেয়েছেন!‌ একসময় অপরাধী হয়ে আশ্রয় নিতে হয় কারাগারে৷ সেখানেই প্রথম অক্ষরপরিচয়৷ জেল থেকে বেরিয়ে রিকশা চালাতেন৷ একদিন হঠাৎই যোগাযোগ হয় সাহিত্যিক, সমাজকর্মী মহাশ্বেতা দেবীর সঙ্গে৷ তাঁর অনুপ্রেরণাতেই হয়ে ওঠেন লেখক৷ তিনি মনোরঞ্জন ব্যাপারী৷ আজ তিনি দলিত সম্প্রদায়ের অন্যতম কণ্ঠস্বর, তাঁর লেখার মাধ্যমে৷