1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

চট্টগ্রামের মেজবানে পদদলনের ভিডিও ভাইরাল

১৯ ডিসেম্বর ২০১৭

চট্টগ্রামের সাবেক মেয়র ও আওয়ামী লীগ নেতা এ বি এম মহিউদ্দিন চৌধুরীর কুলখানির মেজবানে ভিড়ের মধ্যে পদদলিত হয়ে কমপক্ষে দশজনের মৃত্যু হয়েছে৷ একদিন আগের সেই ভয়াবহ ঘটনার খণ্ড খণ্ড ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে ইন্টারনেট দুনিয়ায়৷

https://p.dw.com/p/2penE
Massenpanik in Bangladesch
ছবি: bdnews24.com

১৮ ডিসেম্বর দুপুরে বন্দরনগরী চট্টগ্রামের জামালখান এলাকার আসকার দিঘির পাড়ে রীমা কমিউনিটি সেন্টারে এ ঘটনায় আহত হয়েছেন আরো অনেকে৷ প্রায় ১৬ বছর চট্টগ্রামের মেয়রের দায়িত্ব পালন করা চট্টগ্রাম আওয়ামী লীগের সভাপতি এবিএম মহিউদ্দিন চৌধুরী ১৪ ডিসেম্বর গভীর রাতে চট্টগ্রামের এক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান৷

চারদিন পর পরিবারের পক্ষ থেকে তাঁর কুলখানি উপলক্ষ্যে মেজবানের আয়োজন করা হয় চট্টগ্রাম শহরের ১৩টি কমিউনিটি সেন্টারে৷ এর মধ্যে  রীমা কমিউনিটি সেন্টারে মেজবানের আয়োজন ছিল অমুসলিম এবং যাঁরা গোমাংস খান না, তাঁদের জন্য৷

মেজবান শুরুর আগে ছোট ওই কমিউনিটি সেন্টারে হুরমুড়িয়ে প্রচুর লোক ঢুকতে গেলে পদদলনের শিকার হন অতিথিরা৷ ঘটনাস্থলেই মারা যান কমপক্ষে দশজন৷

একদিন আগের সেই ঘটনার ভিডিও ভাইরাল হয়ে ঘুরছে বিভিন্ন ইউটিউব চ্যানেলে৷ বাংলাদেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলে প্রচারিত খবরের সেসব ভিডিওই বিভিন্ন জন শেয়ার করেছেন নিজেদের ইউটিউব চ্যানেলে৷

এমএম/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য