1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘুরবে পরিবহনের চাকা, সচল হচ্ছে দেশ

২৮ মে ২০২০

সাধারণ ছুটি আর বাড়ছে না৷ ৩১ মে থেকে স্বাস্থ্যবিধির কিছু শর্ত মেনে খুলছে অফিস৷ শুরুতে গণপরিবহণ বন্ধ রাখার সিদ্ধান্ত জানালেও পরে মানুষের যাতায়াতের সুবিধার্থে সীমিত আকারে সেটাও খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে৷

https://p.dw.com/p/3ctQS
ফাইল ফটোছবি: DW/S. Hossain

বৃহস্পতিবার মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ বিষয়ে একটি আদেশে জারি করা হয় বলে জানায় বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷ আদেশে বলা হয়, ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত সময়ে গণপরিবহণগুলো কীভাবে চলবে সে বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও বিভাগ প্রয়োজনীয় নির্দেশনা জারি করবে৷ 

‘‘উক্ত সময়ে সীমিত পরিসরে নির্দিষ্ট সংখ্যক যাত্রী নিয়ে স্বাস্থ্যসম্মত বিধি নিশ্চিত করে গণপরিবহণ, যাত্রীবাহী নৌযান ও রেল চলাচল করতে পারবে৷ তবে সব অবস্থায় মাস্ক পরাসহ স্বাস্থ্যসেবা বিভাগের জারি করা নির্দেশনা কঠোরভাবে মেনে চলা নিশ্চিত করতে হবে৷'' বিমান পরিবহন কর্তৃপক্ষ ৩১ মে থেকে ১৫ জুন পর্যন্ত নিজ ব্যবস্থাপনায় বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করবে বলেও ওই আদেশে জানানো হয়৷

বৈশ্বিক মহামারী রূপ নেওয়া মারাত্মক সংক্রামক রোগ কোভিড-১৯ এর বিস্তার রোধে গত ২৬ মার্চ থেকে দেশের অফিস-আদালত বন্ধ; তখন থেকে গণপরিবহণও বন্ধ রয়েছে৷

ঘরবন্দি থাকার এই সময়ে কিছু বিধি-নিষেধ শিথিলের পর যখন সংক্রমিত রোগীর সংখ্যা সবচেয়ে বেশি বাড়ছে; তখন ঈদ কাটিয়ে অফিস ও গণপরিবহণ চালু হতে যাচ্ছে৷ বৃহস্পতিবার প্রথমবারের মত একদিনে রোগী শনাক্তের সংখ্যা দুই হাজার ছাড়িয়েছে৷ এদিন ২ হাজার ২৯ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে৷ দেশে মোট শনাক্ত রোগী ৪০ হাজার ৩২১ জন৷ মোট মৃত্যু ৫৫৯৷ 

করোনার ভ্যাকসিন না পাওয়া গেলে?

অর্থনৈতিক বিপর্যয় থেকে দেশকে রক্ষা করতে সীমিত পরিসরে অর্থনৈতিক কর্মকাণ্ড শুরুর সিদ্ধান্ত নেয়া হলেও শিক্ষা প্রতিষ্ঠান আপাতত খুলছে না; চলাফেরায় বিধি-নিষেধও আগের মতো থাকছে৷ 

এছাড়া, এই সময়ে এক জেলা থেকে অন্য জেলায় চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে৷ প্রতিটি জেলার প্রবেশ ও বের হওয়ার পথে চেক পোস্টের ব্যবস্থা থাকবে৷ জেলা প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় এটা বাস্তবায়ন করবে৷

সভা-সমাবেশ, গণজমায়েত ও অনুষ্ঠান বন্ধ থাকবে৷ তবে মসজিদ ও ধর্মীয় উপসনালয়ে স্বাস্থ্যবিধি মেনে প্রার্থনা চলবে

এসএনএল/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)