1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ঘটনার রাতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন নিয়ে পূজা পরিষদের প্রশ্ন

২২ অক্টোবর ২০২১

সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় পুলিশ ও প্রশাসনের ব্যর্থতা নিয়ে শুক্রবার প্রশ্ন তুলেছেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের নেতারা৷ শুক্রবার এক সংবাদ সম্মেলনে তারা অভিযোগ করেন, প্রশাসন সময়োপযোগী পদক্ষেপ নিতে পারেনি৷

https://p.dw.com/p/421YE
ছবি: bdnews24.com

পূজা পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটা‌র্জি লিখিত বক্তব্যে বলেন, বাংলাদেশে যত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে তার একটিরও ‘সুষ্ঠু বিচার' হয়েছে বলে তার জানা নেই৷

তিনি বলেন, ‘‘কুমিল্লাসহ বিভিন্ন স্থানে হামলা ও হামলা পরবর্তী সময়ে স্থানীয় প্রশাসন সময়োপযোগী পদক্ষেপ নিতে ব্যর্থ হয়েছে৷''

গত ১৩ অক্টোবর নানুয়া দীঘির পাড়ে দর্পন সংঘের পূজামণ্ডপে কোরআন রাখা দেখে এলাকায় উত্তেজনা ছড়ায় এবং হামলা, ভাঙচুর চালানো হয় অন্তত আটটি মন্দিরে৷ তার জের ধরে চাঁদপুরের হাজীগঞ্জে মন্দিরে হামলা হয়৷ পরে নোয়াখালী, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজারসহ কয়েকটি জেলায় হিন্দু সম্প্রদায়ের উপরও হামলা হয়৷ নোয়াখালীতে নিহত হয় দুজন আর হাজীগঞ্জে মন্দিরে হামলায় পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয় পাঁচজন৷

নির্মল চ্যাটার্জি বলেন, কুমিল্লা নানুয়া দীঘিরপাড়ের মণ্ডপটি অস্থায়ী৷ ঘটনার রাতে মণ্ডপে মাত্র একজন পাহারায় ছিল৷ রাত ৩টা থেকে ৪টার মধ্যে কিছুক্ষণের জন্য মণ্ডপ এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়৷ ‘‘আমাদের প্রশ্ন, কী কারণে কিছু সময়ের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেল, সেই বিষয়গুলো তদন্তের আওতায় আনা হয়েছে কি?... থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হনুমান মুর্তির কোলের ওপর রাখা পবিত্র কোরআন শরিফটি সরিয়ে নেওয়ার পর কেন ভিডিও করার সুযোগ করে দিলেন এবং কেন সে ভিডিও ভাইরাল হয়েছে তা সকলের কাছে বিরাট প্রশ্ন হয়ে দেখা দিয়েছে৷''

বিচারহীনতা বা বিচার না হওয়ার সংস্কৃতি দুষ্কৃতকারীদের ‘উৎসাহিত করছে' এবং প্রায়ই তারা সাম্প্রদায়িক সহিংসতার ঘটনাগুলো ঘটাচ্ছে বলে মন্তব্য করেন পরিষদের সাধারণ সম্পাদক৷

সংবাদ সম্মেলনে পূজা উদযাপন পরিষদের পক্ষ থেকে সাম্প্রদায়িক সহিংসতা এড়াতে আট দফা দাবি তুলে ধরা হয়৷

দেশের বিভিন্ন মণ্ডপে হামলার ঘটনায় ১০২টি মামলা হয়েছে৷ কুমিল্লায় মণ্ডপে কোরআন রাখার অভিযোগে ইকবাল হোসেনকে গ্রেপ্তারও করা হয়েছে৷

সারা দেশে প্রতিবাদ কর্মসূচি

হিন্দুদের ওপর সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সারা দেশে গণঅনশন, গণঅবস্থান ও বি‌ক্ষোভ কর্মসূ‌চি ঘোষণা করেছে বাংলা‌দেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান ঐক্য পরিষদ৷

শ‌নিবার ভোর ৬টা থে‌কে বেলা ১২টা পর্যন্ত ঢাকা, চট্টগ্রামসহ সারা দেশে এ কর্মসূ‌চি চল‌বে বলে ঐক্য প‌রিষ‌দের যুগ্ম সম্পাদক মনীন্দ্র কুমার নাথ বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বি‌ডি‌নিউজ টো‌য়ে‌ন্টি‌ফোর ডটকম‌কে জানান৷ 

এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য