1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উত্তাপ কমাতে রংও সাহায্য করতে পারে

১৬ নভেম্বর ২০২০

কয়েক বছর আগে পর্যন্তও ইউরোপে গ্রীষ্মকাল বেশ মনোরম ছিল৷ কিন্তু জলবায়ু পরিবর্তনের ফলে বিশেষ করে শহরাঞ্চলে প্রতি বছর উত্তাপ বেড়ে চলেছে৷ সেই অবস্থা সহনীয় করে তুলতে বিজ্ঞানীরা নানা পথ বাতলে দিচ্ছেন৷

https://p.dw.com/p/3lLUG
ছবি: picture-alliance/dpa/J. Büttner

ডিয়র্ক ফুংক শহরাঞ্চলের জলবায়ু বিশেষজ্ঞ৷ উত্তাপ কমাতে কার্যকর উপায়ের সন্ধান করছেন তিনি৷ বার্লিন শহরের প্রায় এক নিখুঁত মডেল তাঁকে সেই কাজে সাহায্য করতে পারে৷ শহর হিসেবে বার্লিনও ‘আর্বান হিটিং'-এর সমস্যায় জর্জরিত৷ থার্মাল ইমেজে শহরের বসতি এলাকাগুলি রান্নার চুলার মতো দেখায়৷ ফলে আশেপাশের এলাকার সঙ্গে আট ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পার্থক্য চোখে পড়ে৷

গবেষকেরা এক ক্ষুদ্র সংস্করণে এই সমস্যা থেকে নিষ্কৃতির পথ দেখাচ্ছেন৷ হাজার ওয়াটের একটি বাতি তাতে সূর্যের ভূমিকা পালন করছে৷ মডেলে বসতি এলাকার জায়গায় বরফের এক চাঙড় দেখিয়ে দিচ্ছে, উত্তাপ কীভাবে প্রবেশ করে৷ পরীক্ষামূলক ভবনটি প্রচলিত উপকরণ দিয়েই তৈরি৷ ডিয়র্ক ফুংক বলেন, ‘‘ইটের তৈরি বাড়ির উপর রোদ পড়লে কী ঘটে, কীভাবে তা গরম হয়ে যায়, আমরা তা দেখতে চাই৷ ইটের বদলে অন্য উপকরণ ব্যবহার করলে, বাইরের অংশ ইনসুলেট করলে অথবা সামনে বড় গাছ লাগালে কী হয়, সেটাও জানতে চাই৷’’

টাইম ল্যাপ্স ছবির মাধ্যমে এমন ভবনের বাসিন্দাদের অবস্থা দেখানো হচ্ছে৷ বাড়িটি গরম হতে মাত্র আধ ঘণ্টা সময় লাগে৷ এত কম সময়ের মধ্যে তাপমাত্রার এমন পরিবর্তন ঘটে৷ ৩০ ডিগ্রি সেলসিয়াসের বেশি গরমে মানুষ কষ্ট পায়৷

এ ক্ষেত্রে তথাকথিত ‘অ্যালবেডো' মাত্রারও একটা ভূমিকা রয়েছে৷ নির্মাণের উপাদানের রং অনুযায়ী সূর্যের রশ্মির প্রতিফলনের তারতম্য দেখা যায়৷ কালো স্লেটের ক্ষেত্রে ‘অ্যালবেডো' মাত্রা যেমন শূন্য দশমিক এক শতাংশ৷ অর্থাৎ সে ক্ষেত্রে মাত্র ১০ শতাংশ রশ্মির প্রতিফলন ঘটে৷ ছাদের উপর লাল টালির মাত্রা শূন্য দশমিক এক থেকে শূন্য দশমিক তিন পাঁচ শতাংশ৷ সাদা রংয়ের দেওয়ালের ‘অ্যালবেডো' মাত্রা শূন্য দশমিক পাঁচ থেকে শূন্য দশমিক নয়ের মতো৷ বাড়ির বাইরের অংশ বা ছাদের ‘অ্যালবেডো' মাত্রার উপর শহরের কোনো ভবনের উত্তাপ নির্ভর করে৷

সহজ পদক্ষেপের মাধ্যমে সেই অবস্থার উন্নতির চেষ্টা চলছে৷ প্রথমে বাইরে থার্মাল ইনসুলেশন প্যানেল বসানো হলো৷ ডিয়র্ক ফুংক বলেন, ‘‘আমরা এবার ভবনের উপর এই পদক্ষেপের প্রভাব পরীক্ষা করতে চাই৷ কারণ ইনসুলেশনের ফলে উত্তাপ শুধু ঘরের মধ্যে আবদ্ধ থাকে না, বরং সেই উত্তাপ আদৌ ঘরে প্রবেশ করতেই দেওয়া হয় না৷’’

সেইসঙ্গে উজ্জ্বল রং লাগানো হয়েছে৷ ফলে সূর্ষের আলোর প্রতিফলন ঘটিয়ে উত্তাপও দূরে রাখা হচ্ছে৷ ছাদের উপর সবুজ বাগান এবং ভবনের বাইরের অংশে ইনসুলেশন ও উজ্জ্বল রংয়ের ব্যবস্থার পর হাজার ওয়াট সূর্যের আলো আরও আধ ঘণ্টা চালু রাখা হলো৷ সেইসঙ্গে কয়েকটি বড় গাছের ছায়ারও ব্যবস্থা করা হলো৷ হাতেনাতে তার ফল পাওয়া গেল৷ ঘরের মধ্যে ২৩ ডিগ্রি সেলসিয়াস মনোরম তাপমাত্রা কার না ভালো লাগে? ফলে দেখা যাচ্ছে যে শহরে উত্তাপের সমস্যা কমাতে রংও কিছুটা সাহায্য করতে পারে৷

ক্রিস্টিয়ান সেভাল্ড/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য