1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রিনল্যান্ড হাঙ্গর হতে পারে বায়ো জ্বালানির নতুন উৎস

২৩ জুলাই ২০০৯

জেলেদের কাছে এটি ফেলে দেওয়ার জিনিস৷ বিরক্তিরও বটে৷ মানুষের কাছে এর মাংস বিষাক্ত৷ কিন্তু গবেষকরা এখন বলছেন, এদের মাংস বায়ো জ্বালানি হিসেবে ব্যবহারের সুযোগ রয়েছে৷

https://p.dw.com/p/IvgH
ফাইল ফটোছবি: AP

কথা হচ্ছিল গ্রিনল্যান্ড হাঙ্গর নিয়ে৷ হাঙ্গরের মধ্যে এই প্রজাতিটি বেশ বড়৷ গ্রিনল্যান্ডের জেলেরা প্রতিবছর হাজার হাজার এ জাতের হাঙ্গর ধরে৷ তাদের হাতেই মারা পড়ে হাঙ্গরগুলো৷

আকারের দিক থেকে এদের গ্রেট হোয়াইট শার্কের সঙ্গে তুলনা করা যেতে পারে৷ এগুলো প্রায় সাত মিটার পর্যন্ত লম্বা হয়৷ গ্রিনল্যান্ডের পশ্চিমাঞ্চলের সিসিমিউটে অবস্থিত আর্কটিক টেকনোলজি সেন্টার (আরটেক) এর গবেষকরা প্রাণীটির তৈলাক্ত মাংস থেকে বায়োগ্যাস উৎপাদনের উপায় খুঁজছেন৷টেকনিক্যাল ইউনিভার্সিটি অফ ডেনমার্ক-এ আরটেক এর শাখার ম্যারিয়েন উইলিমোয়েস জোয়েরগেনসেন একটি বিকল্প উপায়ের কথা তুলে ধরে বলেন, অসংখ্য হাঙ্গরসহ সমুদ্রে পাওয়া হাজার হাজার টন বর্জ্য বায়োগ্যাস উৎপাদনে ব্যবহার করা যেতে পারে৷ উত্তর পশ্চিম গ্রিনল্যান্ডের উমানাক গ্রামে এ রকম একটি পরীক্ষামূলক প্রকল্প চালু করেছেন তিনি৷ তিনি জানান, হাঙ্গরের মাংসের সঙ্গে যখন ক্ষুদ্র শ্যাওলা ও ঘরবাড়ির বর্জ্য পানীয়ের সংমিশ্রণ ঘটে তখন সেটি বায়ো জ্বালানি উৎপাদনের উপযোগী হয়ে ওঠে৷

তিনি বলছেন, এ ধরণের জৈব বর্জ্য সংস্থানের সবচেয়ে ভালো উপায় বায়ো জ্বালানি উৎপাদন৷ বিদ্যুত উৎপাদনে এ জ্বালানি ব্যবহার করা যেতে পারে৷ গ্রামটির প্রায় আড়াই হাজার অধিবাসীর প্রায় ১৩ শতাংশের মতো জ্বালানির যোগান বায়োগ্যাস থেকেই দেওয়া সম্ভব৷ দ্বীপটিতে বসবাসকারী বিচ্ছিন্ন লোকালয় এধরণের বায়ো জ্বালানি দিয়ে জ্বালানিতে স্বয়ংসম্পূর্ণও হতে পারে৷

প্রতিবেদক: নাসিরুদ্দিন খোকন

সম্পাদনা: আবদুস সাত্তার