1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রামীণ ব্যাংক

৪ আগস্ট ২০১২

গ্রামীণ ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের ক্ষমতা ব্যাংকের চেয়াম্যানের হাতে দিয়ে মন্ত্রিসভা যে গ্রামীণ ব্যাংকের অধ্যাদেশ অনুমোদন করেছে, তা বাতিলের দাবি জানান বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর৷

https://p.dw.com/p/15jdM
ছবি: AP

সংশোধিত অধ্যাদেশ অনুযায়ী, গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগ করবেন ব্যাংকের চেয়ারম্যান৷ আর চেয়ারম্যান সরকারের দ্বারা নিয়োজিত৷ কিন্তু আগে ব্যাংকের শেয়ার হোল্ডারদের মতামতের ভিত্তিতেই কার্যত এমডি নিয়োগ হতো৷ তাই নীতির এই পরিবর্তনের বিরোধিতা করেছে বিএনপি৷ বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফকরুল ইসলাম আলমগীর বলেছেন, ড. মুহাম্মদ ইউনূসকে ছোট করে বাংলাদেশ বড় হয়না৷ গ্রামীণ ব্যাংককে ধ্বংস করে দেশের অর্থনীতি সবল হয়না৷

এদিকে দপ্তর বিহীন মন্ত্রী সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, গ্রামীণ ব্যাংক দেশের আইন অনুযায়ী চলবে৷ আর দশটি ব্যাংকের জন্য যে আইন, গ্রামীণ ব্যাংক তার চেয়ে আলাদা হতে পারেনা৷

ওদিকে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ড. মির্জা আজজুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, চেয়ারম্যানের হাতে যদি গ্রামীণ ব্যাংকের এমডি নিয়োগের ক্ষমতা দেয়া হয় তাহলে ব্যাংকে রাজনীতি ঢুকে যাওয়ার আশঙ্কা থাকে৷ তিনি বলেন, গ্রামীণ ব্যাংকের প্রতি তার গ্রাহকদের আস্থা যাতে নষ্ট না হয়, সেদিকে খেয়াল রাখা উচিত৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য