1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্রাউন্ড জিরো’তে মসজিদ নির্মাণের পরিকল্পনা নিয়ে বিতর্ক

২২ জুলাই ২০১০

এমন কোনো ধর্ম সম্প্রদায় নেই, এমন কোনো দেশ নেই – যে সম্প্রদায়, যে দেশের মানুষ নিউ ইয়র্ক শহরে পাওয়া যাবে না৷ কিন্তু, সেই আন্তর্জাতিক মানের বহু-জাতিক শহরেও আজ একটি সামান্য মসজিদ নির্মাণ নিয়ে উঠেছে বিতর্কের ঝড়৷

https://p.dw.com/p/ORSk
এই সেই ‘গ্রাউন্ড জিরো’ছবি: AP

আর হবে নাই বা কেন ? ২০০১ সালের ১১ই সেপ্টেম্বরের হামলা যে একরকম পাল্টে দিয়েছিল শহরটির চরিত্রকে৷ ৯/১১-এর সেই সন্ত্রাসী হামলায় ধ্বংস হয়ে গিয়েছিল নিউ ইয়র্কের ‘ওয়ার্ল্ড ট্রেড সেন্টার'৷ উগ্রবাদী ইসলামপন্থী সেই জঙ্গিদের হামলায় মৃত্যুবরণ করেছিল প্রায় ৩,০০০ মানুষ৷ তার সঙ্গে সঙ্গেই যেন ভেঙে পড়েছিল ধর্মীয় সহানুভূতি বা সম্প্রীতির প্রতি বিশ্বাস৷ শুধু যুক্তরাষ্ট্রে নয়, সারা বিশ্বেই৷ শুরু হয়েছিল ‘সন্ত্রাসবাদ বিরোধী যুদ্ধ', শুরু হয়েছিল এক নতুন রাজনীতি৷

সেই হামলাস্থলই আজ পরিচিত ‘গ্রাউন্ড জিরো' হিসেবে৷ সেখানেই পশ্চিমা বিশ্ব ও মুসলমানদের সঙ্গে সম্পর্ক উন্নয়ন এবং সম্প্রীতির প্রতীক হিসেবে একটি মসজিদ নির্মাণের উদ্যোগ নেয় স্থানীয় একটি গ্রুপ ‘কর্দোবা ইনিশিয়েটিভ'৷ ‘গ্রাউন্ড জিরো' থেকে দুই ব্লক দূরে ‘কর্দোবা হাউস' নামের এই মসজিদ নির্মাণের প্রস্তাব গত মে মাসে অনুমোদন করে স্থানীয় কমিউনিটি বোর্ড৷ কিন্তু এ হেন একটি জায়গায় মসজিদ নির্মাণ করা ঠিক নয় – এই যুক্তিতে, এর ঘোর বিরোধিতা শুরু করে নিউ ইয়র্কবাসী৷ কট্টর সমালোচকরা বলছেন, হামলায় নিহতের প্রতি এই মসজিদ নির্মাণ হবে অত্যন্ত অবমাননাকর৷

Jahrestag Anschläge 11. September Flash-Galerie
মসজিদ নির্মাণ হলে সেটা হবে ‘জঙ্গিবাদের স্তম্ভ' – এ বক্তব্য অনেকেরই !ছবি: AP

শুধু তাই নয়, মসজিদ নির্মাণ হলে সেটা হবে ‘জঙ্গিবাদের স্তম্ভ' – এ মন্তব্যও করেন অনেকে৷ এদিকে, কমিউনিটি বোর্ডের সদস্য পল সাইপোসও ‘কর্দোবা হাউস' নির্মাণের প্রস্তাবে ভোট দেননি৷ তাঁর কথায়, ‘‘আমি ধর্মীয় অনুভূতি প্রকাশের বিরোধী নই৷ কিন্তু এরকম একটা স্পর্শকাতর জায়গায় মসজিদ স্থাপন করা ঠিক নয় বলেই আমার বিশ্বাস৷'' চেয়ারম্যান ইমাম ফয়সাল আবদুর রউফ অবশ্য বলেন, সংঘাতের মধ্য দিয়ে নয়, বরং জনগণের সঙ্গে কথা বলেই কাজ করা উচিৎ ‘কর্দোবা ইনিশিয়েটিভ'-এর৷

বোরখা পরিহিত জনৈকা মুসলিম মার্কিন নাগরিক দানিয়া দারভিশ জানান, ‘‘মসজিদটা যদি তৈরি করতে দেওয়া হয়, তবেই হয়ত এ শহরের, এ দেশের বা বিশ্বের নাগরিক বুঝতে পারবে যে ইসলাম আসলেই শান্তির কথা বলে৷'' একই সুরে কথা বললেন রফিক কাথভারি নামের এক আরব বংশোদ্ভূত মার্কিন নাগরিক৷ তিনি জানান, একটা জঙ্গি হামলা একটা গোটা ধর্মকে সন্ত্রাসবাদের সমর্থক করে তুলতে পারে না৷ এটা খুবই দুঃখজনক৷

উল্লেখ্য, ‘কর্দোবা ইনিশিয়েটিভ'-এর প্রস্তাব অনুযায়ী, একটি ১৩ তলা ভবন নির্মাণ করে হবে ‘গ্রাউন্ড জিরো'তে৷ এতে থাকবে ৫০০টি আসনের মিলনায়তন, সুইমিং পুল, বইয়ের দোকান এবং প্রার্থনা কক্ষ৷ বর্তমানে এই মসজিদ নির্মাণ প্রস্তাবটি ‘নিউ ইয়র্ক সিটি ল্যান্ডমার্কস প্রিসার্ভেশন কমিশন'-এর অনুমোদনের অপেক্ষায় আছে৷ গ্রীষ্মের শেষে এটা নিয়ে ভোটাভুটি হবে বলে খবর৷

প্রতিবেদন: দেবারতি গুহ

সম্পাদনা: সঞ্জীব বর্মন