1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গ্রহত্ব’ হারালেও আকর্ষণীয় প্লুটো

৯ জুন ২০২০

ছিল গ্রহ, আচমকা মর্যাদা হারিয়ে ‘বামন গ্রহ' হয়ে উঠলো৷ সৌরজগতের নবম গ্রহ হিসেবে প্লুটোর ঠিক সেই দশা হয়েছে৷ বাকি সব শর্ত পূরণ করা সত্ত্বেও গ্রহ হিসেবে আর স্বীকৃতি পাচ্ছে না সৌরজগতের সবচেয়ে দূরের এই বস্তু৷

https://p.dw.com/p/3dTyE
নাসার তোলা প্লুটোর ছবিছবি: picture-alliance/dpa/NASA/JHUAPL/SwRI

বেচারা প্লুটো কেন গ্রহের মর্যাদা হারিয়ে ফেললো? অনেক দশক ধরে আমাদের সৌরজগতের নবম গ্রহ হিসেবে পরিচিত ছিল প্লুটো৷ বহু দূর থেকে সেটি আমাদের সূর্য প্রদক্ষিণ করে চলে৷ ২০০৬ সাল পর্যন্ত সৌরজগতের সবচেয়ে ছোট গ্রহ হিসেবে প্লুটোর স্বীকৃতি ছিল৷

কিন্তু প্রাগ শহরে আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা সংগঠনের সম্মেলনে গ্রহ হিসেবে প্লুটোর মর্যাদা প্রত্যাহার করে নেওয়া হয়৷ মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক মানুষ এই সিদ্ধান্তের ফলে ক্ষুব্ধ হয়েছিলেন৷ কারণ ১৯৩০ সালে মার্কিন বিজ্ঞানী ক্লাইড টম্বো প্লুটো আবিষ্কার করেছিলেন৷ জ্যোতির্বিদ্যার ইতিহাসে একমাত্র গ্রহ আবিষ্কারের কৃত্বিত্ব হারিয়ে ফেললো অ্যামেরিকা৷

যে কারণে আর গ্রহ নয় প্লুটো

এমনকি ‘নিউ হোরাইজন্স' নামের মহাকাশযানও প্লুটোর অধঃপতন রুখতে পারলো না৷ ২০১৫ সালে এই যান কাছ থেকে প্লুটোর অসাধারণ সব ছবি তোলে৷ তাতে অত্যন্ত জটিল কাঠামো, তিন হাজার মিটারেরও বেশি উঁচু বরফের পাহাড় চোখে পড়ে৷ সেখানে সম্ভবত বরফের আগ্নেয়গিরিও রয়েছে৷ দূরের এই গ্রহের এমনকি নিজস্ব বায়ুমণ্ডলও রয়েছে৷ তাহলে গ্রহ হিসেবে কেন স্বীকৃতি হারালো প্লুটো?

কারণ সেটিও তো বাকি গ্রহের মতো সূর্য প্রদক্ষিণ করে৷ তবে গ্রহ হবার প্রধান শর্তই যে পূরণ করে না প্লুটো৷ গ্রহ হতে হলে বিবর্তনের সময় আশেপাশের সব উপাদান খালি করে নিজস্ব কক্ষপথে সবচেয়ে প্রভাবশালী মহাজাগতিক বস্তু হিসেবে নিজেকে প্রতিষ্ঠা করতে হবে৷ আমাদের পৃথিবীসহ সৌরজগতের বাকি গ্রহগুলি সেই শর্ত পূরণ করে৷ কিন্তু প্লুটো সেই কাজে সফল হয়নি৷

একেবারে বাইরের প্রান্তে প্লুটোর কক্ষপথে আরও অনেক মহাজাগতিক বস্তু রয়েছে৷ এমনকি সেগুলির মধ্যে কয়েকটি প্লুটোরই মতো! যেমন ২০০৫ সালে এরিস নামের বরফে ঢাকা একটি বস্তুর খোঁজ পাওয়া যায়৷ সেটির কারণেই বাকি সব শর্ত পূরণ করা সত্ত্বেও বছরখানেক পর প্লুটো গ্রহের মর্যাদা হারায়৷

বিবর্তনের সময় প্লুটো এত পরিমাণ উপাদান সংগ্রহ করেছে, যে সেটির আকার গোল হয়ে উঠেছে৷ ফলে এই মহাজাগতিক বস্তুকে এখন ‘বামন গ্রহ’ বলা হয়৷ তবে মর্যাদা যাই হোক না কেন, প্লুটোর অসাধারণ জগতের আকর্ষণ কম নয়৷

কর্নেলিয়া বরমান/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান