1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গ্যোটে ইন্সটিটিউট’এর ৬০ বছর পূর্তি

৯ আগস্ট ২০১১

গ্যোটে ইন্সটিটিউট বা জার্মান সংস্কৃতিক কেন্দ্র বিশ্বের বিভিন্ন দেশে পৌঁছে দিচ্ছে জার্মান সংস্কৃতি৷ ঢাকাস্থ গ্যোটে ইন্সটিটিউটের ভাষা বিভাগের প্রধান ডঃ শরফুদ্দিন আহমেদ৷

https://p.dw.com/p/12D4O

ডঃ শরফুদ্দিন আহমেদ'এর কাছে আমাদের প্রথম প্রশ্ন - এই মুহূর্তে ঠিক কতোজন ছাত্র-ছাত্রী জার্মান ভাষা শিখছে? এ প্রশ্নের উত্তরে ডঃ আহমেদ জানালেন, ‘‘প্রতি বছর আমরা চার বার ভাষা শিক্ষার কোর্স চালু করি৷ একেকটা সেমেস্টারে ১৯০ থেকে ২০০ জন পর্যন্ত ছাত্র-ছাত্রী হয়৷ এই সেমেস্টারে ভর্তি হয়েছে ২১০ জন৷''

ঠিক কী কী কারণে ভাষা শিখতে আসে ছাত্র-ছাত্রীরা? জার্মানিতে উচ্চশিক্ষায় আগ্রহী ছাত্র-ছাত্রী ছাড়াও আর অন্য কোন কারণে ভাষা শিখছে সাধারণ মানুষ? ডঃ আহমেদ জানান, ‘‘আমাদের এখানে যারা ভাষা শিখতে আসে, তাদের মূলত তিনটি গ্রুপে ভাগ করা যায়৷ একটি গ্রুপ হল যাদের পরবর্তীতে জার্মানিতে পড়াশোনা করার ইচ্ছে আছে৷ এই গ্রুপটি সবচেয়ে বড়৷ এরপর হল ‘ফ্যামিলি রিইউনিয়ন গ্রুপ'৷ যাদের স্বামী বা স্ত্রী জার্মানিতে বসবাস করছে তারা জার্মানিতে যাচ্ছেন, সেখানে বেশ কিছুদিন থাকবেন তাদের একটি দল৷ ভিসার জন্য তাদের জার্মান ভাষা শিখতে হচ্ছে৷ আর তৃতীয় গ্রুপ খুবই ছোট একটি গ্রুপ যারা শখের বর্শবর্তী হয়ে আমাদের এখানে জার্মান ভাষাটি শিখছে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: দেবারতি গুহ