1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গোলাম সারওয়ার আর নেই

১৩ আগস্ট ২০১৮

স্বনামধন্য সাংবাদিক ও কলাম লেখক গোলাম সারওয়ার মৃত্যুবরণ করেছেন৷ সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি৷

https://p.dw.com/p/336TV
ছবি: bdnews24.com

মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর৷ সবশেষ বাংলাদেশের দৈনিক সমকালের সম্পাদক ছিলেন গোলাম সারওয়ার

দীর্ঘদিন ধরে নিউমোনিয়া ও ফুসফুস সংক্রমণ ছাড়াও বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন তিনি৷ ৪ আগস্ট উন্নততর চিকিৎসার জন্য তাঁকে নেয়া হয় সিঙ্গাপুরে৷ সেখানে শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয় তাঁর৷

কিন্তু হঠাৎ করে রক্তচাপ কমে গেলে সোমবার বিকেলেই তাঁকে লাইফ সাপোর্টে নেয়া হয়৷

১৯৪৩ সালের পয়লা এপ্রিল জন্মগ্রহণ করেন গোলাম সারওয়ার৷

সাংবাদিকতার জীবন শুরু করেন ১৯৬৩ সালে দৈনিক পয়গম দিয়ে৷ এরপর দৈনিক সংবাদ, দৈনিক ইত্তেফাক, দৈনিক যুগান্তর, দৈনিক সমকালের মতো শীর্ষস্থানীয় দৈনিকে বিভিন্ন পর্যায়ে কাজ করেছেন তিনি৷

বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধেও সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন তিনি৷ সাংবাদিকতায় বিশেষ অবদানের জন্য ২০১৪ সালে দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান একুশে পদকে ভূষিত হন গোলাম সারওয়ার৷

এডিকে/এসিবি