1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

দুশ্চিন্তায় বোয়িং, বিমান সংস্থাগুলি

১৬ জানুয়ারি ২০১৩

বিভিন্ন দেশে বোয়িং কোম্পানির নতুন ড্রিমলাইনার বিমানকে ঘিরে কিছু অপ্রিয় ঘটনা ঘটে চলেছে৷ আপাতত জাপান ছাড়া অন্য কোথাও এই বিমান চলাচল পুরোপুরি বন্ধ করে দেওয়া হচ্ছে না৷

https://p.dw.com/p/17KwP
ছবি: Reuters

ইউরোপের এয়ারবাস কোম্পানির হালের অতিকায় বিমান এ ৩৮০-এর তুলনায় অ্যামেরিকার বোয়িং কোম্পানির ‘৭৮৭ ড্রিমলাইনার' আকারে ছোট, যাত্রীসংখ্যাও তেমন বেশি নয়৷ তবে সুন্দর ডিজাইনের এই বিমানে জানালা বড়, জ্বালানির ব্যবহারও অনেক কম৷ এক যাত্রায় বহুদূরের গন্তব্যে পৌঁছতে পারে ড্রিমলাইনার৷

apan grounds Boeing 787s after emergency landing

অনেক বিলম্বের পর বাজারে এসেছে এই বিমান৷ বিশ্বের অনেক বিমান সংস্থা কিনছে বোয়িং কোম্পানির এই সাম্প্রতিক সংযোজন৷ কিন্তু একের পর এক অপ্রিয় ঘটনার জের ধরে ড্রিমলাইনার-এর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে৷

সর্বশেষ ঘটনাটি ঘটেছে জাপানে৷ বুধবার জাপানের ‘অল নিপ্পন এয়ারওয়েজ'-এর একটি উড়ানের সময় ব্যাটারি খারাপ হয়ে যায়, ধোঁয়া বেরোতে থাকে৷ তখন বিমানটিকে জরুরি অবতরণ করতে হয়৷ গত সপ্তাহে অ্যামেরিকার বস্টন শহরে অবতরণের পর জাপান এয়ারলাইন্স-এর একটি ড্রিমলাইনার বিমানে আগুন ধরে গিয়েছিল৷ একই সংস্থার আরেকটি বিমানে জ্বালানির দু'টি ট্যাংকে ফুটো হয়ে গিয়েছিল৷ জাপানের আরেকটি বিমানের ককপিটের জানালায় চিড় ধরেছিল৷ এই সব ঘটনার ফলে জাপানের দুই বিমান সংস্থাই তাদের সব ড্রিমলাইনার বিমান চলাচল বন্ধ রেখেছে৷

Japan Notlandung eines Dreamliners
স্বপ্নের সেই ড্রিমলাইনার...ছবি: JIJI PRESS/AFP/Getty Images

বোয়িং তাদের ড্রিমলাইনার-কে নিরাপদ বিমান হিসেবে ঢালাও সার্টিফিকেট দিলেও জাপান, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের বেসরকারি বিমান চলাচল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে৷ ভারতের এয়ার ইন্ডিয়া-র কাছে এর মধ্যেই পাঁচটি ড্রিমলাইনার এসে গেছে৷ ২০১৬ সালের মধ্যে আরও ২১টি বিমান পাবার কথা৷ ভারতীয় কর্তৃপক্ষের প্রধান অরুণ মিশ্র বুধবার বলেছেন, বোয়িং ও এয়ার ইন্ডিয়া-র সঙ্গে আলোচনা করে পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে৷ তবে এই মুহূর্তে ভারতে ড্রিমলাইনার চলাচল বন্ধ করার কোনো পরিকল্পনা নেই৷

এমন সব অপ্রিয় ঘটনা সত্ত্বেও বেশিরভাগ বিমান সংস্থা বোয়িং-এর উপর আস্থা প্রকাশ করে বলেছে, গোলযোগের কারণ বার করে বোয়িং অবশ্যই প্রয়োজনীয় পদক্ষেপ নেবে৷ এমনকি ব্রিটিশ এয়ারওয়েজ-এর মতো সংস্থা অর্ডার অনুযায়ী নতুন বিমান গ্রহণ করতেও প্রস্তুত তারা৷ তারা ২৪টি ড্রিমলাইনার কিনতে চলেছে৷ সিঙ্গাপুর এয়ারলাইন্সের মালিকানাধীন সস্তার বিমান সংস্থা স্কুট-ও ২০টি ড্রিমলাইনার বিমান অর্ডার করেছে৷ তারাও সেগুলি হাতে পেতে আগ্রহী৷

এসবি/ডিজি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান