1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘গোপন রাখতে হয় এমন সম্পর্কে না জড়ানোই উত্তম’

২৫ জানুয়ারি ২০১৯

যুক্তরাষ্ট্রের ওহাইও রাজ্যের ক্লিভল্যান্ডে থাকেন ৯০ বছর বয়সি রেগিনা ব্রেট৷ একটি ভিডিওতে তিনি সুন্দর জীবনের জন্য ৩৩টি পরামর্শ দিয়েছেন৷ এই গুরুত্বপূর্ণ পরামর্শগুলো এখন সামাজিক যোগাযোগের মাধ্যমে ভাইরাল৷

https://p.dw.com/p/3C9YT
ছবি: imago/Westend61

নবতিপর রেগিনা ব্রেট জীবনকে সবদিক থেকেই সুন্দর মনে করেন৷ জীবনকে দেখার তাঁর দৃষ্টিভঙ্গি আপনার জীবনকেও বদলে দিতে পারে৷ ‘লিফটার ইউকে’ তাঁকে নিয়ে একটি ভিডিও নির্মাণ করেছে, যেখানে জীবন নিয়ে ৩৩টি পরামর্শ দিয়েছেন তিনি৷ এই প্রতিবেদনে কয়েকটি উল্লেখ করা হলো৷ বাকিগুলো জেনে নিন ভিডিওতে৷

তাঁর গুরুত্বপূর্ণ পরামর্শগুলো হলো: ‘‘জীবন কখনো কখনো কষ্টকর, কিন্তু জীবন উপভোগ্য৷ যখনই জীবনের কোনো একটা পর্যায়ে এসে থমকে যাবে, পরের পদক্ষেপটার কথা ভাববে৷ অন্যকে ঘৃণা করে জীবনের মূল্যবান সময় নষ্ট করার চেয়ে এগিয়ে যাওয়া উত্তম৷ জীবনকে চ্যালেঞ্জ হিসেবে নেয়ার দরকার নেই৷ প্রতিটি যুক্তিতে তোমাকে জিততেই হবে, এমন ভাবার কোনো মানে নেই৷ একা কাঁদার চেয়ে অন্যের সঙ্গে দুঃখ ভাগ করে নিলে কষ্ট অনেক কমে যায়৷ মাঝে মাঝে ঈশ্বরের প্রতি রাগ প্রকাশ করায় কোনো গ্লানি নেই৷ অবসরের জন্য প্রত্যেকের সঞ্চয় করা উচিত৷ অতীতের দুঃসহ স্মৃতিগুলোকে সুখস্মৃতি ভেবে বর্তমানকে সুন্দর করে তোলো, তোমার বর্তমানকে অতীতের স্মৃতি দিয়ে নষ্ট করো না৷ সন্তানদের সামনে কান্নায় কোনো গ্লানি থাকা উচিত নয়৷ অন্যদের সঙ্গে নিজের জীবনের তুলনা করতে যেয়ো না, কেননা অন্যের জীবনের পুরো গল্পটা তোমার জানা নেই৷ কোনো সম্পর্ক যদি গোপন রাখতে হয়, তবে সে সম্পর্কে না জড়ানোই উত্তম৷’’

২০১৮ সালের ১৮ ডিসেম্বর ভিডিওটি ফেসবুকে পোস্ট করার পর এ পর্যন্ত এটি দেখা হয়েছে ১ কোটি ৭০ লাখ বার৷ শেয়ার হয়েছে ৫ লাখ ৪২ হাজার বার৷ ভিডিওটি অনেককেই অনুপ্রাণিত করেছে বলে মন্তব্য করেছেন দর্শকরা৷

এপিবি/এসিবি