1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

করোনা নীতির বিরোধীদের ঘরে পুলিশ

১৫ ডিসেম্বর ২০২১

জার্মানির স্যাক্সনি রাজ্যের মুখ্যমন্ত্রী মিশায়েল ক্রাচমারকে গুপ্তহত্যার পরিকল্পনা করা হচ্ছে, এমন সন্দেহে বেশ কয়েকজন করোনার বিধিনিষেধের বিরোধীদের বাড়িতে অভিযান চালিয়েছে জার্মান পুলিশ৷

https://p.dw.com/p/44K8l
Morddrohungen gegen Kretschmer - Razzia in Dresden
ছবি: Robert Michael/picture alliance/dpa

সন্দেহভাজনদের কয়েকজনের বন্দুক বা তীর-ধনুক রয়েছে বলে জানা যাচ্ছে৷

স্যাক্সনি রাজ্যের পুলিশ ড্রেসডেন শহরে বেশ কয়েকটি ঠিকানায় বুধবার অভিযান চালায়৷ রাজ্যটির মুখ্যমন্ত্রী ক্রাচমার এবং রাজ্য সংসদের অন্যান্য সদস্যের অনলাইনে হুমকি দেয়ার ঘটনার পর পুলিশের এই সক্রিয়তা দেখা গেলো৷

সন্দেহভাজনরা সহিংস কর্মকাণ্ড পরিচালনার পরিকল্পনা করছিল বলে পুলিশের বিশ্বাস করার কারণ ছিল৷ অভিযানের বিষয়ে টুইটারে বেশ কয়েকটি টুইট করেছে স্যাক্সনি পুলিশ৷ 

জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস এর আগে এক বক্তব্যে জানান যে ‘সহিংস কোনো ক্ষুদ্র সংখ্যালঘু গোষ্ঠীকে তাদের মতাদর্শ পুরো সমাজের উপর চাপিয়ে দেয়ার সুযোগ দেয়া হবে না'৷ 

জার্মানির পাবলিক ব্রডকাস্টার জেডিএফ-এর অনুসন্ধানী টিভি শো ‘ফ্রন্টেলে' একটি প্রতিবেদন প্রকাশ হওয়ার পর নড়েচড়ে বসে রাজ্য কর্তৃপক্ষ৷ এতে দেখোনা হয় যে করোনা বিধিনিষেধের বিরোধী একটি চক্র স্যাক্সনির মুখ্যমন্ত্রীকে হত্যার হুমকি দিচ্ছে অনলাইনে৷

‘ড্রেসডেন অফলাইন নেটওয়ার্ক' নামের একটি গ্রুপ থেকে এরকম হুমকি দেয়া হচ্ছিল, যেটির সদস্য সংখ্যা একশ ত্রিশজন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়৷

রাজ্যের আঞ্চলিক গোয়েন্দা সংস্থা ‘এলকেএ'-কে বিষয়টি তদন্তের দায়িত্ব দেয়া হয়েছে কেননা গ্রুপটির কিছু সদস্য টেলিগ্রামের মতো বিভিন্ন চ্যাট ফোরামে নিজেদের কাছে আগ্নোয়াস্ত্র বা তীর-ধনুকের মতো শিকারের অস্ত্র রয়েছে বলে লিখেছেন৷

এলকেএ-এর মুখপাত্র টম বের্নহার্ট এই বিষয়ে বলেন, ‘‘‘ফ্রন্টালে' প্রকাশিত প্রতিবেদনের সূত্র ধরে এলকেএ আজকের অভিযান পরিচালনা করছে৷ একইসঙ্গে একটি সম্ভাব্য মারাত্মক অপরাধ নিয়ে তদন্ত চলমান রয়েছে৷''

উল্লেখ্য, স্যাক্সনির রাজধানী ড্রেসডেনে সম্প্রতি করোনা নিয়ে সরকারের নীতি ও টিকার সমালোচনা করে অসংখ্য প্রতিবাদ কর্মসূচি দেখা গেছে৷

এআই/কেএম (এএফপি, ডিপিএ, রয়টার্স, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য