1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজরাট দাঙ্গা মামলার নিষ্পত্তি করবে সুপ্রিম কোর্ট

১২ সেপ্টেম্বর ২০১১

১০ বছর পর গুজরাট দাঙ্গা মামলায় আজ সুপ্রিম কোর্ট রায় দিয়েছে, মামলার নিষ্পত্তি করবে রাজ্যের নিম্ন আদালত৷ সুপ্রিম কোর্ট আর এই মামলার নজরদারি করবে না৷ এতে স্বস্তি পেয়েছেন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তাঁর দল বিজেপি৷

https://p.dw.com/p/12XM1
ছবি: AP

২০০২ সালে গোধরা পরবর্তী গুজরাট দাঙ্গার চূড়ান্ত নিষ্পত্তি করবে রাজ্যের ম্যাজিস্ট্রেট পর্যায়ের নিম্ন আদালত, এই মর্মে আজ রায় দেন সুপ্রিম কোর্ট৷এই মামলায় আর নজরদারি করবেনা শীর্ষ আদালত৷ বিশেষ তদন্তকারী দলকে চূড়ান্ত রিপোর্ট আমেদাবাদের নিম্ন আদালতে পেশ করতে বলেছেন শীর্ষ আদালত৷ 

গুলবার্গ হাউসিং সোসাইটিতে গণহত্যায় যে ৬৩জন প্রাণ হারিয়েছিলেন তাঁদের মধ্যে ছিলেন কংগ্রেস সাংসদ এহশান জাফরি৷ তাঁর পত্নী জাকিয়া জাফরি দাঙ্গা প্রতিরোধে নিষ্ক্রিয় থাকার অভিযোগে মামলা করেন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদী ও অন্যান্যদের বিরুদ্ধে৷ গুজরাট দাঙ্গায় মোট মারা যায় ১২০০ লোক৷

এই রায়ে হতাশা ব্যক্ত করে জাকিয়া জাফরি বলেছেন, ন্যায় বিচারের জন্য ১০ বছর অপেক্ষা করেছি৷ শেষ দেখে যাবো৷ বহু সাক্ষ্য প্রমাণ দিয়েছি৷ বহু লোককে গ্রেপ্তার করা হয় কিন্তু তাঁর কথায়, আসল অপরাধী বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছেন৷

Narendra Modi
স্বস্তিতে মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীছবি: AP

বিজেপি স্বভাবতই খুশি৷বিজেপির বর্ষীয়ান নেতা লালকৃষ্ণ আডবানির প্রতিক্রিয়া, বহুদিন ধরেই মোদী রাজনৈতিক নিশান৷ তাঁর মতে মোদী এক অসাধারণ জাতীয় নেতা৷ যে-কোন দায়িত্ব পালনে সক্ষম৷ বিজেপি মুখপাত্র প্রকাশ জাভেদকরের প্রতিক্রিয়া, মোদী বিরোধীরা হতাশ হলে কিছু করার নেই৷ আইনি প্রক্রিয়া আইন মতই চলবে৷ সেটাই হয়েছে আজ৷ মোদীর নির্দোষিতা প্রমাণিত, তাসত্ত্বেও অপপ্রচার চলছে বিজেপি ও মোদীর বিরুদ্ধে৷বিজেপির সংসদীয় নেত্রী সুষমা স্বরাজের মন্তব্য, নরেন্দ্র মোদীর অগ্নিপরীক্ষা শেষ৷ সত্যের জয় হয়েছে এতদিন পরে৷ অপর বিজেপি নেতা অরুণ জেটলির মন্তব্য, সঠিক আইনি প্রক্রিয়ার ভিত্তিতেই সুপ্রিম কোর্টের এই রায়৷ গুজরাটের নিম্ন আদালতে এর নিষ্পত্তি হওয়াটাই বাঞ্ছনীয়৷

কংগ্রেস নেতা রশিদ অলভি বলেছেন, আমি হতাশ নই৷ মোদীকে সম্পূর্ণ নির্দোষ বলা হয়নি৷ মামলাটি শুধু পাঠানো হয়েছে রাজ্যের নিম্ন আদালতে৷ শুধু সুপ্রিম কোর্ট নয় মোদীর বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছে সংখ্যালঘু কমিশন, মানবাধিকার কমিশন৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক