1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুজবে কান না দেওয়ার অনুরোধ প্রধানমন্ত্রীর

৬ ডিসেম্বর ২০২২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশবাসীকে ‘টাকা না থাকার গুজব'-এ কান না দেওয়ার পরামর্শ দিয়ে বলেন, প্রতি ব্যাংকেই টাকা আছে, আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই৷”মঙ্গলবার ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনে একথা বলেন তিনি৷

https://p.dw.com/p/4KYIp
ফাইল ছবিছবি: Xinhua News Agency/picture alliance

ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদন অনুয়ায়ী, প্রধানমন্ত্রী বলেছেন, “কিছু গুজব ছড়াচ্ছে৷ কী? ব্যাংকে টাকা নেই৷ টাকা নেই বলে অনেকে টাকা তুলে ঘরে নিয়ে যাচ্ছে৷ আমি আগেও বক্তৃতায় বলেছি, এখনো বলি যে এদের কি চোরের সাথে কোনো সখ্যতা আছে কিনা যে ব্যাংকের থেকে টাকা নিয়ে ঘরে রাখে চোরের পোয়াবারো৷ চোর চুরি করে খেতে পারবে, সেই ব্যবস্থা করে দিচ্ছে নাকি কেউ কেউ, আমি জানি না৷”

মঙ্গলবার সকালে সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ ছাত্রলীগের ৩০তম জাতীয় সম্মেলনের উদ্বোধনে এ বিষয়ে কথা বলেন সরকারপ্রধান৷

‘আওয়ামী লীগের ডিজিটাল বাংলাদেশকে' আওয়ামী লীগের বিরুদ্ধেই ব্যবহার করা হচ্ছে মন্তব্য করে সকলকে এ ব্যাপারে বিশেষ নজর দেওয়ার পরামর্শ দেন তিনি৷

“স্যোশাল মিডিয়া আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে অপপ্রচারে ভরে গিয়েছে৷ ছাত্রলীগের নেতাকর্মীদের তার ‘উপযুক্ত' জবাব দিতে হবে৷ জবাব দেওয়ার বেশি কিছু না ৷ ওরা যখন আমাদের বিরুদ্ধে যেটা লেখে তার জবাব দেওয়া লাগবে না ৷ ওদের অপকর্মটা যদি সেখানে কমেন্টে ছেড়ে দেওয়া যায়, তাহলেই ওরা ওটা বন্ধ করে দেবে ৷ এটাই হচ্ছে সব থেকে ভালো ৷

“ওরা যা বলবে... বিএনপি ক্ষমতায় থেকে কী করেছে তাদের অগ্নিসন্ত্রাস, তাদের খুন, তারা কাকে কাকে মেরেছে, কী করেছে, কই কই তাদের চুরি, ভোট চুরি, ডাকাতি এগুলো তুলে ধরলেই তো যথেষ্ট ৷ কাজেই আমার মনে হয় ছাত্রলীগ এই কাজটা করতে পারবে৷”

দেশের ব্যাংকগুলোতে কোনো সমস্যা নেই দাবি করে তিনি বলেন, “আমি একটা কথা স্পষ্ট জানাতে চাই- আমি গতকালকে রাতে আমাদের যেমন এসডিজি এবং উন্নয়নশীল দেশ হিসেবে… সেই মিটিং করেছি৷ এরপরে আমি আবার অর্থ সচিব এবং আমাদের বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সাথে আমি কথা বলেছি৷ আজকে সকালে আমি অর্থমন্ত্রীর সাথে আলোচনা করেছি ৷ আল্লাহর রহমতে আমাদের কোনো সমস্যা নাই৷  প্রতি ব্যাংকেই টাকা আছে৷”

গুজবে কান দেওয়ার পরামর্শ দিয়ে শেখ হাসিনা বলেন, “কাজেই আমি বলব- গুজবে কেউ কান দেবেন না৷ এটাই আমার সকলের কাছে একটা অনুরোধ যে যারা এইসব মিথ্যা কথা বলে মানুষকে তারা ভাওতাবাজি দিয়ে বিভ্রান্ত করতে চায়, এটা একটা শ্রেণি আছে৷ তারা এটা করবেই আমি জানি৷ আর মিথ্যা কথায় তারা পারদর্শী ৷”

Suhrawardy Udyan | Dhaka, Bangladesh
ছবি: Mortuza Rashed/DW

ছাত্রলীগ কর্মীদের উদ্দেশে আওয়ামী লীগ সভাপতি বলেন, “মেধাবী ছাত্ররা, তাদেরকে কিন্তু প্রত্যেকেই যারা মেধাবী, তাদের জীবন জীবিকার ব্যবস্থা যেমন নিজেরা করতে হবে, কারিগরি শিক্ষা নিতে হবে সেখানে পাবলিক সার্ভিস কমিশনের পরীক্ষা দিতে হবে ৷ কারণ আমাদের রাষ্ট্র পরিচালনা করতে হলে দক্ষ প্রশাসন ব্যবস্থাও দরকার ৷ কাজেই প্রত্যেকেই বিভিন্ন ধরনের শিক্ষা যে যেখানে পারদর্শী, সেইভাবে শিক্ষা নিয়ে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে রাজনীতিও যেমন দরকার, আবার সেইভাবে আমাদের প্রশাসন বা কারিগরি সব ধরনের দরকার ৷ ছাত্রলীগ যেন প্রতিটি ক্ষেত্রে তাদের মেধার বিকাশের একটা সুযোগ পায় এবং সেই কাজকর্ম করতে পারে সেটাই আমি চাই ৷”

ছাত্রলীগের সম্মেলনে সংগঠনটির নেতাকর্মীদের পড়ালেখার গুরুত্ব তুলে ধরে শেখ হাসিনা বলেন, “লেখাপড়া শিখে এদেশের উপযুক্ত নাগরিক হতে হবে, যেন বাংলাদেশের এই উন্নয়নের ধারাটা অব্যাহত থাকে ৷ আমাদের আর কী ৷ ৭৬ বছর বয়স, যে কোনো দিন অক্কা পেতে পারি ৷

“কিন্তু আমি চাই, বাংলাদেশে আমাদের যারা নেতাকর্মী, তারা সেইভাবে গড়ে উঠবে যাতে এই দেশের স্বাধীনতার চেতনা কেউ মুছে ফেলতে না পারে, মুক্তিযুদ্ধের ইতিহাস কেউ মুছে ফেলতে না পারে, খুনি, রাজাকার, আল বদর, যুদ্ধাপরাধী– এরা যেন কোনোদিন এই দেশে আর ক্ষমতায় আসতে না পারে সেইভাবেই জনমত সৃষ্টি করতে হবে ৷ যে যাই করুক না কেন লেখাপড়াটা শিখতে হবে ৷ লেখাপড়ায় মনোযোগ দিতে হবে ৷”

যুব সমাজকে দক্ষ করে গড়ে তোলার ইচ্ছার কথা জানিয়ে শেখ হাসিনা বলেন, এখন চতুর্থ শিল্প বিপ্লব ৷ সেখানে কাজ করতে গেলে প্রযুক্তি জ্ঞান সম্পন্ন দক্ষ মানব শক্তি দরকার ৷ কাজেই আমাদের এই যুব সমাজ যারা আমাদের ভবিষ্যত, আমি ২০৪১ এ উন্নত বাংলাদেশ করব, তাহলে ৪১ এর সৈনিক কারা হবে? এই আজকের যুব সমাজ তারা এবং প্রজন্মের পর প্রজন্ম ৷ কাজেই তাদেরকে আমরা দক্ষ করে গড়ে তুলতে চাই৷”

বৈশ্বিক অর্থনৈতিক মন্দার কারণে বিশ্বের বিভিন্ন উন্নত দেশের খারাপ অবস্থার কথা তুলে ধরে বিদ্যুৎ, পানি, জ্বালানি তেলসহ সবকিছু ব্যবহারে সাশ্রয়ী হবার আহ্বান জানান প্রধানমন্ত্রী ৷

ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, “প্রত্যেকটা ছাত্র-ছাত্রীদের বলবো, হোস্টেলে থাকলেও বিল দিতে হয় না ৷ কিন্তু ঘর থেকে বের হবার সময় ওই সুইচটা অফ করতে হবে ৷ মোবাইল চার্জ বা ল্যাপটপের চার্জ...চার্জারের সুইচটা বন্ধ করে দিতে হবে ৷ প্রত্যেককে এভাবে সাশ্রয়ী হতে হবে ৷ আগামী দিনে যখন বিশ্বব্যাপী অর্থনৈতিক মন্দা সেই মন্দার ধাক্কা যেন বাংলাদেশে না লাগে সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে৷”

মঙ্গলবার সকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে সম্মেলনস্থলে উপস্থিত হন শেখ হাসিনা ৷ জাতীয় সংগীতের সঙ্গে  তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন ৷ আর ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয় এবং সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য উত্তোলন করেন দলীয় পতাকা ৷

সম্মেলন উদ্বোধনের পর ঐতিহ্যবাহী এ সংগঠনের জন্য নতুন অ্যাপেরও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

এনএস/কেএম (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)  

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য