1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গুগল লোগোতে বাংলাদেশ

জাহিদুল হক২৬ মার্চ ২০১৩

আজ কি আপনি গুগলে ঢুঁ মেরেছেন? তাহলে নিশ্চয় পরিবর্তনটা আপনার চোখে পড়েছে৷ কারণ এই প্রথমবারের মতো গুগলের ডুডলে বাংলাদেশকে পাওয়া যাচ্ছে৷

https://p.dw.com/p/184Fc

বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষ্যে গুগলের তৈরি করা এই ডুডলে দেখা যাচ্ছে, সবুজ পটভূমিতে একটি শিশু তার মা-বাবার সঙ্গে আনন্দ করছে৷ বাবার হাতে বাংলাদেশের পতাকা৷ ২৬শে মার্চ শুরুর মুহূর্ত থেকেই এ বিশেষ ‘ডুডল'-টি গুগলের হোম পেজে প্রদর্শিত হচ্ছে৷ তবে এটা শুধু বাংলাদেশের ডোমেইন হোমপেজ গুগল ডটকম ডটবিডিতে দেখা যাচ্ছে৷

ডুডলটি দেখার পর অনেকেই ব্লগ, ফেসবুক ও টুইটারের মাধ্যমে গুগলকে ধন্যবাদ জানিয়েছেন৷ কেউ কেউ তার প্রোফাইলে ডুডলটি ব্যবহার করেছেন৷ অনেকে আবার ডুডলটা বন্ধুবান্ধবের সঙ্গে শেয়ার করেছেন৷

‘আমার ব্লগ'-এ ব্লগার চেনা অচেনা লিখেছেন, ‘‘আজকের গুগল পেজটা সত্যি অসাধারণ৷ একজন বাঙালি হিসাবে আজকে আমি গর্বিত৷ প্রথমে নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না গুগলে আমি আজ নিজের দেশের রক্তে অর্জিত পতাকা দেখছি৷ এই প্রাপ্তি আমাদের সকল বাঙালির, এই প্রাপ্তি আমাদের মহান মুক্তিযোদ্ধাদের যাঁদের ত্যাগ ও রক্তের বিনিময়ে অর্জিত আমাদের গৌরবের লাল সবুজ পতাকা৷ ধন্যবাদ গুগলকে৷''

সামহোয়্যার ইন ব্লগে মানিক ভাই লিখেছেন যে, গুগলের হোমপেজ দেখে তাঁর মন ভরে গেছে৷ একই ব্লগে মোঃ কুদরত-ই-খুদা লিখেছেন, ‘‘...এর মাধ্যমে বাঙালির অনেক দিনের একটা স্বপ্ন পূরণ হল৷ কেননা অনেক দিন ধরেই বাংলাদেশের জনগণ গুগলের ডুডলে বাংলাদেশের প্রতিচ্ছবি দেখার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিল৷ আজ তাদের সেই চেষ্টার সফল পরিণতি দেখা যাচ্ছে৷''

ব্লগার হাসান ইকবাল লিখেছেন, ‘‘পৃথিবীর সব বড় বড় দিনগুলোতে গুগল তাদের লোগো পরিবর্তন করে যাকে ডুডল বলে৷ আমাদের স্বাধীনতা দিবসও এখন পৃথিবীর একটা আন্তর্জাতিক দিবস৷ পৃথিবীর কোটি কোটি মানুষ এখন জানবে আমাদের স্বাধীনতা সম্পর্কে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য