1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গায়িকা বিয়ঁন্সের নামে মাছি

১৪ জানুয়ারি ২০১২

বিয়ঁন্সে অত্যন্ত আকর্ষণীয় গায়িকা সে বিষয়ে কোন সন্দেহ নেই৷ সম্প্রতি মা হয়েছেন তিনি৷ তাতে তিনি ভীষণ আনন্দিত৷ তবে অস্ট্রেলিয়াতে বিরল প্রজাতির এক মাছির নামকরণ করা হয়েছে ‘বিয়ঁন্সে’৷ তাতে কি এই পপ তারকা খুশি?

https://p.dw.com/p/13jaY
বিয়ঁন্সেছবি: AP

অস্ট্রেলিয়ার বিজ্ঞানী ব্রায়ান লেসার্ড কাজ করেন সিএসআইআরও নামক সংস্থায়৷ কুইন্সল্যান্ডে গবেষণা করতে গিয়ে এই বিজ্ঞানীর দল বিরল প্রজাতির এক মাছি খুঁজে পান৷ মাছির নাম হর্স ফ্লাই৷ মাছির নীচের অংশ পুরোপুরি সোনালি রঙের৷ অসংখ্য রঙের ছটা বেরুচ্ছে মাছির গা থেকে৷ গায়িকা বিঁয়ন্সেও কনসার্টের সময় পরেন এমন পোশাক যা থেকে অসংখ্য রঙের ছটা বেরিয়ে আসে৷ তাঁর গা থকেও রঙের ছটা বের হয় – কথাগুলো বলেন বিজ্ঞানী লেসার্ড৷

লেসার্ড আরো জানান, বিয়ঁন্সে হচ্ছে ‘অল টাইম ডিভা' আর এই হর্স ফ্লাইও হচ্ছে ‘অল টাইম ডিভা অফ অল ফ্লাইস'৷ সুতরাং এর নাম বিয়ঁন্সে হতেই পারে৷ যেই ভাবা সেই কাজ৷

বিজ্ঞানীরা জানান, এই মাছির বৈজ্ঞানিক নাম স্কাপটিয়া প্লিন্থিনা৷ ১৯৮১ সালে প্রথম এই মাছি কুইন্সল্যান্ডে খুঁজে পাওয়া যায়৷ একই বছরে জন্মগ্রহণ করেন বিয়ঁন্সে৷

ব্রায়ান লেসার্ড বলেন,‘‘এই মাছি এক কথায় দারুণ, অসাধারণ৷ সারা গায়ে সোনালি লোম৷ পাখা দুটিও সোনালি৷ আমি যখন মাছিটি প্রথম দেখি সঙ্গে সঙ্গেই আমার গায়িকা বিয়ঁন্সের কথা মনে পড়ে যায়৷ আমি বিয়ঁন্সের প্রতি সম্মান দেখিয়ে হর্স ফ্লাইয়ের নাম রেখেছি বিয়ঁন্সে৷''

প্রতিবেদন: মারিনা জোয়ারদার

সম্পাদনা: আব্দু্ল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য