1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

উর্মুলা ওয়ান

২৩ জুলাই ২০১২

গাড়ি দৌড়ের জার্মান আসরে জয় ছিনিয়ে নিয়ে চলতি মৌসুমের ফরমুলা ওয়ান-এর তালিকায় শীর্ষ স্থানে স্প্যানিশ তারকা ফ্যারনান্দো আলোনসো৷ এদিকে, ফরমুলা ওয়ান-এ বিশ্ব সেরা জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল-এর ২০ সেকেন্ড শাস্তি৷

https://p.dw.com/p/15dJg
ছবি: Reuters

ফেরারি'র স্প্যানিশ চালক আলোনসো একেবারে নিখুঁত হিসাব এবং সঠিক গতিতে গাড়ি চালিয়ে ৬৭ পাকের জার্মান গ্রঁ প্রি'র সেরা হলেন রবিবার৷ রেড বুল-এর জার্মান চালক সেবাস্টিয়ান ফেটেল-এর চেয়ে মাত্র ৩.৭ সেকেন্ড আগেই লক্ষ্যেই পৌঁছে যান ৩০ বছর বয়সি স্প্যানিয়ার্ড আলোনসো৷ ফলে নিজের দেশের আসরে অন্তত দ্বিতীয় স্থানটি দখলে রাখতে সক্ষম হন বিশ্ব সেরা ফেটেল৷ কিন্তু দুর্ভাগ্য ফেটেল-এর৷ একেবারে শেষ পাকের আগেরটিতে ম্যাকলারেন এর চালক জেনসন বাটন-এর গাড়িকে পাল্লা দিয়ে এগুতে গিয়ে ধরা খান ফেটেল৷

খুব দক্ষতার সাথে প্রতিযোগিতা পরিচালনাকারীদের চোখ ফাঁকি দেওয়ার চেষ্টা করেন ফেটেল৷ নিজের রেড বুল গাড়িটা নির্ধারিত সীমানার কিছুটা বাইরে দিয়ে চালিয়ে বাটন'কে পেছনে ফেলে এগিয়ে যান ফেটেল৷ কিন্তু প্রযুক্তির এই যুগে ক্যামেরায় ধরা পড়ে যান এই জার্মান তারকা৷ খেলার বিধি ভেঙে ট্র্যাকের বাইরে যাওয়া ২০ সেকেন্ড শাস্তি হয় ফেটেল-এর৷ আর এর ফলেই দ্বিতীয় থেকে একেবারে পঞ্চম স্থানে চলে গেছেন তিনি৷ ফলে জার্মান আসরে আলোনসো'র চেয়ে ৬.৯৪৯ সেকেন্ড পেছনে থেকে দ্বিতীয় স্থান জেনসন বাটন-এর৷

Formel 1 Grand Prix Hockenheim Alonso Vettel
আলোনসো’র উচ্ছ্বাস, ফেটেল’এর আক্ষেপছবি: dapd

১৬.৪০৯ সেকেন্ডের ব্যবধানে তৃতীয় স্থানে রয়েছেন ২০০৭ সালের বিশ্ব সেরা চালক ফিনিশ তারকা কিমি রেইকোনেন৷ ২১.৯২৫ সেকেন্ড পিছিয়ে চতুর্থ স্থানে রয়েছেন সাউবার গাড়ির জাপানি চালক কামুই কোবায়াশি৷ আর শাস্তির ২০ সেকেন্ড যোগ করে দেখা গেছে ২৩.৭৩২ সেকেন্ড পেছনে পড়ে পঞ্চম স্থান নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ঘরের ছেলে ফেটেল'কে৷

চলতি মৌসুমে ইউরোপীয় গ্রঁ প্রি এবং মালয়েশিয়ান আসরে শিরোপা জয়ের পর আলোনসো তৃতীয় জয় পেলেন জার্মান আসরে৷ আর ফেরারি'র হয়ে ২২ বারের মতো জয় ছিনিয়ে আনলেন তিনি৷ তবে নিজের পেশাগত সাফল্যে এটি তাঁর ৩০তম জয়৷ অন্যদিকে, ফেরারি'র নিজের হিসাবে এটি ২১৯তম সাফল্য৷ এই জয়ের মধ্য দিয়ে আলোনসো ফরমুলা ওয়ান-এ বিশ্ব সেরা হওয়ার পথে অস্ট্রেলীয় মার্ক ওয়েবার-এর চেয়ে ৩৪ পয়েন্ট-এ এগিয়ে রয়েছেন৷ এখন পর্যন্ত আলোনসো'র মোট পয়েন্ট ১৫৪ এবং রেড বুল চালক ওয়েবার-এর ঝুলিতে রয়েছে ১২০ পয়েন্ট৷

এএইচ / এসবি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য