1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাদ্দাফি বাহিনীর সাফল্য অব্যাহত, বিদ্রোহীদের স্বীকৃতি দিল ফ্রান্স

১০ মার্চ ২০১১

গত কয়েক দিনের সাফল্যের পর লিবিয়ার বিদ্রোহীদের কিছু এলাকার নিয়ন্ত্রণ ছিনিয়ে নিচ্ছে গাদ্দাফি বাহিনী৷ এদিকে ইউরোপের দেশগুলি বিদ্রোহীদের রাজনৈতিক স্বীকৃতি দেওয়ার উদ্যোগ নিচ্ছে৷

https://p.dw.com/p/10X21
বুধবার রাতে গাদ্দাফির বাহিনী জাউয়িয়া শহরে পুনর্দখল করেছেছবি: Libya State/AP/dapd

সর্বশেষ পরিস্থিতি

লিবিয়ায় এখন কার্যত গৃহযুদ্ধ চলছে৷ একদিকে গাদ্দাফির বাহিনী, অন্যদিকে বিদ্রোহীদের সম্মিলিত লোকবল৷ গাদ্দাফির বাহিনী বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার উপর নিয়ন্ত্রণ ফিরে পেতে পূর্ণ সামরিক শক্তি প্রয়োগ করছে৷ বৃহস্পতিবার তারা কিছুটা সাফল্যও পেয়েছে৷ রাস লানুফের পর ব্রেগা শহরের উপর সামরিক বিমান বেশ কয়েকটি বোমা ফেলেছে৷ রাস লানুফের দিকে এগিয়ে চলেছে সাঁজোয়া গাড়ি৷ বুধবার রাতেই গাদ্দাফির বাহিনী জাউয়িয়া শহরে পুনর্দখল করেছে৷

আন্তর্জাতিক প্রতিক্রিয়া

ইউরোপীয় ইউনিয়ন ও ন্যাটো লিবিয়ার বিষয়ে ঐক্যবদ্ধ অবস্থান নেওয়ার চেষ্টা করছে৷ সদস্য দেশগুলির প্রতিরক্ষা, পররাষ্ট্রমন্ত্রী সহ শীর্ষ নেতারা বৃহস্পতি ও শুক্রবার লিবিয়ার সংকট সম্পর্কে আলোচনা চালাচ্ছেন৷ সামরিক অভিযান, রাজনৈতিক পদক্ষেপ, মানবিক সাহায্য সহ বিভিন্ন বিষয়ে তাঁরা সম্মিলিত সিদ্ধান্ত নেওয়ার চেষ্টা চালাচ্ছেন৷ ফ্রান্স লিবিয়ার কিছু নির্দিষ্ট স্থাপনার উপর ন্যাটোর বিমান হামলার প্রস্তাব দিতে চলেছে৷ সার্কোজির সরকার গাদ্দাফির উপর রাজনৈতিক চাপ বাড়াতে বিরোধী লিবীয় জাতীয় পরিষদকে সেদেশের জনগণের বৈধ প্রতিনিধি হিসেবে স্বীকৃতি দিয়েছে৷ ফ্রান্স এমনকি বেনগাজিতে এক রাষ্ট্রদূত পাঠানোরও সিদ্ধান্ত নিয়েছে, বিদ্রোহীরাও প্যারিসে তাদের রাষ্ট্রদূত পাঠাচ্ছে৷ জবাবে লিবিয়ার সরকার ফ্রান্সের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার হুমকি দিয়েছে৷ লিবিয়ার বিরোধী পরিষদ বাকি দেশগুলিকেও ফ্রান্সের দৃষ্টান্ত অনুসরণ করার আহ্বান জানিয়েছে৷ জার্মানির অর্থনীতি মন্ত্রণালয় সেদেশে লিবীয় কেন্দ্রীয় ব্যাঙ্ক ও বিনিয়োগ দপ্তরের সব অ্যাকাউন্টে লেনদেন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে৷ ইটালি ইউরোপীয় অবস্থানের জন্য অপেক্ষা করছে৷

EU Außenministertreffen in Brüssel zu Libyen Catherine Ashton
বৃহস্পতিবারের জরুরি বৈঠকে যোগ দেন ইউরোপের পররাষ্ট্র নিতী বিষয়ক প্রধান ক্যাথরিন এ্যাশটনছবি: AP

মানবিক পরিস্থিতি

লাগাতার সংঘর্ষের ফলে সাধারণ মানুষের ক্ষয়ক্ষতির সম্পূর্ণ মাত্রা জানা যাচ্ছে না৷ দেশের পূর্বাঞ্চলে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকার হাসপাতালগুলিতে আহতদের সংখ্যা বেড়ে চলেছে৷ আন্তর্জাতিক রেড ক্রস দুই পক্ষের উদ্দেশ্যে নিরীহ মানুষ বা তাদের অবস্থানের উপর হামলা বন্ধ করার ডাক দিয়েছে৷ আন্তর্জাতিক সমাজের উদ্দেশ্যে লিবিয়ার মানুষের জন্য সাহায্য প্রস্তুত করার আহ্বান জানিয়েছে রেড ক্রস৷ জাতিসংঘের মানবিক সমন্বয় রশিদ খালিকভ গাদ্দাফি নিয়ন্ত্রিত পশ্চিমাঞ্চলেও ত্রাণসাহায্য প্রবেশের অনুমতি চেয়েছেন৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন

সম্পাদনা: ফাহমিদা সুলতানা

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান