1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গাঁজাসেবী মায়ের বুকের দুধেও ক্ষতিকর টিএইচসি

২ সেপ্টেম্বর ২০১৮

চিন্তায় পরিবর্তন আনা গাঁজায় প্রধান উপাদানটি হলো টিএইচসি৷ সম্প্রতি এক গবেষণায় গাঁজা সেবনকারী মায়েদের বুকের দুধে সেই একই উপাদানের উপস্থিতি দেখতে পেলেন গবেষকরা৷ 

https://p.dw.com/p/345sv
ছবি: Svetlana Fedoseeva - Fotolia.com

গবেষণায় আরও দেখা গেছে, যুক্তরাষ্ট্রের অনেক নারী অন্তঃসত্ত্বা হওয়ার সময় এবং প্রসবের পরেওগাঁজা সেবন করেন

বিশেষজ্ঞরা বলছেন, টিএইচসিতে এমন একটি রাসায়নিক পদার্থ আছে, যা মস্তিষ্কের বিকাশ বাধাগ্রস্ত করে, পাশাপাশি মস্তিষ্কের ক্ষতিসাধন করে৷ যদিও এই গবেষণায় বেশ কিছু ফাঁক রয়েছে৷ ছোট পরিসরে করা গবেষণায় ৫০ জন মা অংশগ্রহণ করেছিলেন, যাঁরা প্রথমে গাঁজা সেবন করেছেন এবং পরে গবেষকরা তাঁদের কাছ থেকে বুকের দুধের নমুনা সংগ্রহ করেন৷ সান দিয়েগো'র ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের একটি গবেষণাগারে পরীক্ষাটি করা হয়েছে, যেখানে গবেষকরা ঐ মায়েদের বুকের দুধে স্বল্প মাত্রায় টিএইচসি পেয়েছেন৷ গত সোমবার শিশু চিকিৎসকদের একটি জার্নালে গবেষণা প্রতিবেদনটি প্রকাশ করা হয়৷

গবেষণা প্রতিবেদন যাঁরা লিখেছেন, তাঁরা বলছেন, গর্ভাবস্থায় এবং প্রসবের পরে বুকের দুধ খাওয়ানোর সময় গাঁজা সেবন করলে তা শিশুর মস্তিষ্ক বিকাশকে বাধাগ্রস্ত করে৷ তবে এটা নিয়ে মতভেদ আছে৷ কেননা, ৮০'র দশকে এ ধরনের দুটি পরীক্ষা হয়েছিল৷ সেখানে একটি পরীক্ষায় গাঁজা সেবনকারী মায়েদের সন্তানদের মস্তিষ্কের বিকাশ পরীক্ষা করে কোনো ধরনের অস্বাভাবিকতা লক্ষ করা যায়নি৷ অন্যটিতে মস্তিষ্ক বিকাশে কিছুটা ধীর গতি লক্ষ করা গিয়েছিল৷

তবে বর্তমান গবেষণার গবেষকরা বলছেন, আগের তুলনায় গাঁজার সহজলভ্যতা বেড়েছে, তাই গ্রহণের মাত্রাও বেড়েছে, এ কারণে তাশিশুদের মস্তিষ্ক বিকাশে প্রভাব ফেলছে৷ তবে শিশু বিশেষজ্ঞরা বলছেন, শিশু গর্ভে আসার পর এবং ভূমিষ্ঠ হওয়ার পর মায়েদের অবসাদ হয়, সেটা কাটিয়ে উঠতে অনেকে গাঁজা সেবন করেন৷ তবে স্তন্যপান শিশুদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে৷ তাই মা গাঁজা সেবন করে থাকলেও শিশুকে বুকের দুধ খাওয়াতে হবে৷ তাঁরা এর সমাধান হিসেবে মায়েদের কাউন্সেলিং করানোর কথা বলেছেন৷

যুক্তরাষ্ট্রের ৯টি রাজ্যে গাঁজা সেবন বৈধ, ৩১টি রাজ্যেচিকিৎসা সেবায় গাঁজার ব্যবহার করতে পারেন বাসিন্দারা৷ যুক্তরাষ্ট্রের সরকারী পরিসংখ্যান বলছে, দেশটির প্রতি ২০ জনের মধ্যে একজন নারী গর্ভাবস্থায় গাঁজা সেবন করেন৷ গত বছর কেন্দ্রীয় উপদেষ্টাদের একটি প্যানেল এই সিদ্ধান্তে উপনীত হন যে, গাঁজা সেবনের ফলে কী ধরনের স্বাস্থ্য ঝুঁকি হয়, তা নিয়ে গবেষকরা সঠিক তথ্য-প্রমাণ উপস্থাপন করতে ব্যর্থ হওয়ায় এটি গ্রহণের প্রবণতা বাড়ছে৷

আপনার কোন মতামত থাকলে লিখুন নীচে মন্তব্যের ঘরে৷

এপিবি/এসিবি (এপি, এএফপি)