1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গর্ভবতীদের পর্যাপ্ত ভিটামিন বি গ্রহণ করা উচিত

ফারজানা কবীর খান৯ জানুয়ারি ২০০৯

খুব সকালে যখন পাখিরা ডাকে কিচির মিচির করে, সেই সকালেই আপনারা জানতে পারলেন... সে আসছে৷ অর্থাৎ সেই সুখবরটি আপনারা পেলেন যে আপনাদের ঘর জুড়ে আসছে একটি শিশু৷

https://p.dw.com/p/GV3R
যেসব নারী গর্ভবতী অথবা গর্ভধারণ করার কথা ভাবছেন তাদের অবশ্যই ফলিক এসিডযুক্ত খাদ্য গ্রহণ করা উচিৎছবি: AP

আর তাই দম্পতি চলে গেলেন চিকিৎসকের কাছে৷ তিনি গভর্বতী মাকে দিচ্ছেন নানা পরামর্শ৷ এই সব পরামর্শের মধ্যে অত্যবশ্যকীয়ভাবেই চলে আসবে ফলিক এসিডযুক্ত খাবারের বিষয়টি৷ আসলে গর্ভধারণের আগেই জানা প্রয়োজন কি করে আসতে পারে একটি সুন্দর সুস্থ একটি শিশু৷

Familie, junges Paar mit Baby
শুধু গর্ভবতী নয় বিশেষজ্ঞদের মতে ভিটামিন 'বি'সব বয়সের নারীদের জন্যই প্রয়োজনীয়৷ছবি: picture-alliance/dpa

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডাইম পেরেনটিয়াল গবেষণা কেন্দ্রের মতে, যেসব নারী গর্ভবতী অথবা গর্ভধারণ করার কথা ভাবছেন তাদের অবশ্যই ফলিক এসিডযুক্ত খাদ্য গ্রহণ করা উচিৎ৷ ফলিক এসিডে রয়েছে ভিটাবিন বি৷

কেন খাবেন ফলিক এসিডুযক্ত খাবার? কারণ, ফলিক এসিড মহিলাদের জরায়ুতে থাকাকালীন শিশুর মস্তিস্ক ও মেরুদন্ডের গঠনে বিশেষ ভুমিকা রাখে৷ তবে শুধু গর্ভবতী নয় বিশেষজ্ঞদের মতে ভিটামিন 'বি'সব বয়সের নারীদের জন্যই প্রয়োজনীয়৷

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত ডাইম পেরেনটিয়াল গবেষণা কেন্দ্রের ডিরেক্টর ডাঃ জোয়ান পেটরিনি জানান, ৫০ শতাংশেরও বেশী নারী অপরিকল্পিতভাবে গর্ভবতী হয়ে যায়৷ তাই সে সময়ে মাল্টি ভিটামিনের সাথে ফলিক এসিড গ্রহণ করা প্রতিটি গর্ভবতী নারীর জন্য আবশ্যকীয়৷ তবে সুখবর এই যে ৪০ শতাংশের বেশি নারী, যাদের বয়স ১৮ থেকে ৪৫, তারা খাদ্যের সঙ্গে নিয়মিত ফলিক এসিড গ্রহণ করছে, এ তথ্য ঐ গবেষণা কেন্দ্রের সমীক্ষার৷

মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থিত রোগ নিয়ন্ত্রণ ও প্রতিষেধক কেন্দ্র সি.ডি.সি.-এর মতে, মহিলারা যদি গর্ভধারণ করার একমাস আগে থেকে এবং গর্ভধারণের তিন মাস পর্যন্ত একটানা ফলিক এসিড আছে এমন খাদ্য গ্রহণ করে, তাহলে তারা অনেকটাই গর্ভের সন্তানের মস্তিষ্ক ও মেরুদন্ডের ক্ষতি এড়াতে পারবে৷

তাহলে আর অপেক্ষা কেন! সুন্দর একটি ভবিষ্যতের জন্য, সুস্থ এক নবজাতকের জন্যই মায়েরা গ্রহণ করুন ফলিক এসিডযুক্ত খাবার৷ভালো থাকবে মা, ভালো থাকবে শিশু৷