1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

গরীব মেরে বিশ্ব মন্দা থেকে মুক্তি নয়: জাতিসংঘের মহাসচিব

২১ সেপ্টেম্বর ২০১০

নিউ ইয়র্কে সোমবার থেকে শুরু হয়েছে তিন দিন ব্যাপী সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্য বা এমডিজির অগ্রগতি নিয়ে সম্মেলন৷ ১৪০টি দেশের রাষ্ট্র- তথা সরকারপ্রধানরা উপস্থিত রয়েছেন সেখানে৷

https://p.dw.com/p/PIDS
জাতিসংঘের মহাসচিব বান কি-মুনছবি: AP

প্রথম দিনে বক্তব্য রেখেছেন জাতিসংঘের মহাসচিব বান কি-মুন সহ উন্নত দেশের রাষ্ট্রনেতারা৷ জাতিসংঘের মহাসচিব বলেছেন গরীব মেরে বিশ্ব মন্দা থেকে মুক্তি নয়৷ দাতা দেশগুলো যেন তাদের ব্যয় সংকোচ নীতির কারণে দরিদ্র দেশের জন্য সাহায্যের পরিমাণ না কমায়, সে জন্য আহ্বান জানিয়েছেন তিনি৷ এদিকে জাতিসংঘ বলছে, এমডিজি অনুযায়ী ২০১৫ সালের মধ্যে দরিদ্রের সংখ্যা অর্ধেক করা সম্ভব৷ কিন্তু শিশুদের শিক্ষার হার বাড়ানো এবং শিশু মৃত্যুর হার কমানো সহ অন্যান্য বিষয়ে সফলতা না'ও আসতে পারে বলে জাতিসংঘ আশঙ্কা করছে৷ তাই উন্নত দেশগুলোকে সাহায্য না কমিয়ে বরং তা আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন বান কি-মুন৷

উন্নত দেশের প্রতিক্রিয়া

উন্নত দেশগুলোর মধ্যে ফ্রান্স ও স্পেন সাহায্যের অর্থ জোগাড়ের জন্য একটি প্রস্তাব দিয়েছে৷ সেটি হলো বিশ্বব্যাপী আর্থিক লেনদেনের ওপর কর বসানো৷ কারণ তাদের মতে বিশ্ব মন্দা থেকে মুক্তি পেতে দাতাদেশগুলো যে ব্যয় সংকোচ নীতি গ্রহণ করছে, তা'তে হয়তো দরিদ্রদের জন্য পর্যাপ্ত সহায়তার ব্যবস্থা করা সম্ভব না'ও হতে পারে৷ ইতিমধ্যে স্পেন আগের চেয়ে সাহায্যের পরিমাণ কমিয়ে দিয়েছে৷ তবে ফ্রান্স ও স্পেনের এই প্রস্তাব প্রত্যাখ্যান করে দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ৷ তবে সম্মেলনের প্রথম দিনের শেষে ইউরোপীয় ইউনিয়ন এমডিজি লক্ষ্য পূরণে আরও ১০০ কোটি ইউরো দেয়ার ঘোষণা দিয়েছে৷ আর এইডস ও ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়তে সাহায্যের পরিমাণ আরও বাড়ানোর ঘোষণা দিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলা সারকোজি৷ মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা সম্মেলনে বক্তব্য রাখবেন আগামীকাল৷

এমডিজি কী

জাতিসংঘ ২০০০ সালে এমডিজি প্রনয়ণ করে৷ লক্ষ্য, ২০১৫ সালের মধ্যে আটটি বিষয়ে সফলতা লাভ করা৷ বর্তমানে সারা বিশ্বের প্রায় ১০০ কোটি মানুষের দৈনন্দিন জীবন চলছে এক ডলারেরও কম অর্থ দিয়ে৷ ২০১৫ সালের মধ্যে এই সংখ্যাটা কমিয়ে আনতে চায় জাতিসংঘ৷ এছাড়া পাঁচ বছর বয়সের আগে যত শিশু মারা যায় তাদের সংখ্যা দুই-তৃতীয়াংশ কমাতে হবে৷ এসব লক্ষ্য পূরণে আরও ১২ হাজার কোটি ডলার প্রয়োজন বলে জানিয়েছেন জাতিসংঘের কর্মকর্তারা৷

প্রতিবেদন: জাহিদুল হক

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য