1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘তৃতীয় শক্তি সুযোগ পাবে না’

২৯ জুন ২০১২

বাংলাদেশে রাজনৈতিক সংকটের কারণে তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কা করা হলেও, তাতে ভীত নয় ক্ষমতাসীন আওয়ামী লীগ৷ আর বিএনপি মনে করে, আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণই তৃতীয় শক্তিকে সুযোগ করে দিতে পারে৷

https://p.dw.com/p/15OD9
ছবি: Harun Ur Rashid

তৃতীয় শক্তির উত্থানের আশঙ্কার কথা শোনা যাচ্ছে নানা মহল থেকে৷ এমনি দেশের শীর্ষস্থানীয় রাজনীতিবিদরা এরই মধ্যে তৃতীয় শক্তিকে উস্কানি দেয়ার জন্য পরস্পরকে দোষারোপও করেছেন৷ তবে সাবেক সেনা শাসক এইচ এম এরশাদ মনে করেন, তিনিই তৃতীয় শক্তি৷ দেশের মানুষ তাঁর দিকেই তাকিয়ে আছে৷ অথচ রাজনৈতিক দলগুলো তাঁর নাম মুখে আনতে লজ্জা পায়৷

আসলেই কি তাই? কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কোনো গণতান্ত্রিক রাজনৈতিক শক্তি তৃতীয় শক্তি নয়৷ যারা পেছেনের দরজা দিয়ে অগণতান্ত্রিকভাবে ক্ষমতা দখল করতে চায়, তারাই তৃতীয় শক্তি৷ আর বিএনপি নেতা হান্নান শাহ মনে করেন, দেশে শান্তি ফিরিয়ে আনার নামে উর্দিপরা যারা ক্ষমতা দখল করে থাকে, তারাই তৃতীয় শক্তি৷

মতিয়া চৌধুরী বলেন, আওয়ামী লীগকে তৃতীয় শক্তির ভয় দেখিয়ে লাভ নেই৷ আওয়ামী লীগ গণতান্ত্রিক শক্তি৷ সব কিছু গণতান্ত্রিকভাবেই মোকাবিলা করবে তারা৷

হান্নান শাহ বলেন, তারা কখনোই তৃতীয় শক্তিকে ক্ষমতায় দেখতে চাননা৷ তবে আওয়ামী লীগের অগণতান্ত্রিক আচরণ তৃতীয় শক্তিকে সুযোগ করে দিতে পারে৷

ওদিকে, বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মনে করেন, তৃতীয় শক্তির আশঙ্কা দূর করতে হলে সরকারকে এখনই আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হবে বলে ঘোষণা করতে হবে৷ কারণ, তত্ত্বাবধায়ক সরকারের ঘোষণা দিলে তৃতীয় শক্তি আর সুযোগ পাবে না৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য