1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খ্যাতির শিখরে রক সংগীত তারকা লেনি ক্র্যাভিটস

৯ ডিসেম্বর ২০১১

সমকালীন রক সংগীতাঙ্গনে বহুল আলোচিত ও জনপ্রিয় একটি নাম লেনি ক্র্যাভিটস৷ প্রায় দু’দশক ধরে ব্যতিক্রমী এই মার্কিন সংগীত তারকা ধরে রেখেছেন তাঁর অসাধারণ সাফল্য৷

https://p.dw.com/p/13PG0
লেনি ক্র্যাভিটসছবি: AP

আশির শেষে ‘লেট লাভ রুল' অ্যালবামের মধ্য দিয়ে রক অঙ্গনে গীতিকার, সুরকার, প্রযোজক, বাদক ও গায়ক লেনি ক্র্যাভিটস-এর আত্মপ্রকাশ৷ রক সংগীতানুরাগীদের কাছে এই অ্যালবাম পায় বিপুল সমাদর৷

তারপর থেকে অসংখ্য অ্যালবাম বিক্রির মধ্য দিয়ে আন্তর্জাতিক রক সংগীতাঙ্গনে বিশেষ স্থান করে নেন লেনি ক্র্যাভিটস৷ ম্যাডোনা, ‘রোলিং স্টোনস' এর মিক জ্যাগার, অ্যারোস্মিথ, কার্টিস মেফিল্ড, ভেনেসা প্যারাডাইস সহ আরো বহু খ্যাতিমান শিল্পী কণ্ঠ মিলিয়েছেন তাঁর সাথে৷ গীতিকার ও প্রযোজক হিসেবে পেয়েছেন অসাধারণ সাফল্য৷

তাঁর আসল নাম লেনার্ড অ্যালবার্ট ক্র্যাভিটস৷ জন্ম ১৯৬৪ সালে নিউ ইয়র্ক'এ, এক শিল্পী পরিবারে৷ মা প্রতিষ্ঠিত অভিনেত্রী, বাবা জ্যাজ সংগীতের পৃষ্ঠপোষক৷ ছোটবেলা থেকেই জ্যাজ, সোল, ব্লুস, গস্পেল আর সেই সাথে ধ্রুপদি সংগীতের সাথেও পরিচিত হয়ে ওঠেন লেনি৷ পরবর্তীকালে তাঁর রক সংগীতে মিশেছে এ সমস্ত ধারার প্রভাব৷ খুব কম বয়সেই গিটার, ড্রাম, পিয়ানোসহ আরো কিছু বাদ্যযন্ত্রে তাঁর স্বশিক্ষা৷ ১৬ বছর বয়সে স্কুল শিক্ষার পর ‘রোমিও ব্লু' ছদ্মনামে শুরু করেন তাঁর সংগীত পরিবেশনা৷ নব্বই-এর গোড়া থেকে শুরু হয় তাঁর সফল সংগীত জীবন৷

১৯৯৯ থেকে ২০০২ সাল পর্যন্ত পরপর চারবার শ্রেষ্ঠ পুরুষ রক সংগীত শিল্পী হিসেবে গ্র্যামি অর্জন করেন লেনি৷ তাছাড়ও আরো বহু পুরষ্কারে ভূষিত হয়েছেন তিনি৷ শান্তির সপক্ষে একাধিক গান বেঁধেছেন লেনি ক্র্যাভিটস৷ তার মধ্যে উল্লেখযোগ্য ‘উই ওয়ান্ট পিস'৷ ইরাক যুদ্ধের পরিপ্রেক্ষিতে রচিত এই গান ২০০৪ সালে গ্রিসের এথেন্সে অনুষ্ঠিত অলিম্পিক-এর উদ্বোধনী সংগীত হিসেবে নির্বাচিত হয়৷ উদ্বোধনী অনুষ্ঠানে লেনি ক্র্যাভিটস-এর সাথে কণ্ঠ মেলান ইরাকের খ্যাতিমান সংগীত শিল্পী কাদিম আল শাহির৷

প্রতিবেদন: মারুফ আহমেদ

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক