1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘নোবেল’ জিততে পারেন রোনাল্ডো

২ মার্চ ২০১৪

খেলাধুলার ‘নোবেল’-এর মর্যাদা দেয়া হয় যে পুরস্কারকে এবার সেই লরিয়াস অ্যাওয়ার্ডও জিততে পারেন ২০১৩ সালের বিশ্বসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো৷ টেনিসের সেরেনা উইলিয়ামস এবং রাফায়েল নাদালেরও আছে এমন স্বীকৃতি পাওয়ার সম্ভাবনা৷

https://p.dw.com/p/1BHvZ
Cristiano Ronaldo
ছবি: picture-alliance/dpa

গতবছরও এই পুরস্কার জিতেছিলেন মেয়েদের টেনিসের মার্কিন তারকা সেরেনা উইলিয়ামস৷ এ বছরের জন্য মনোনীতদের নামের তালিকায় আছে ইউসেইন বোল্টসহ আরো কয়েকটি নাম৷ অ্যাথলেটিক্সের দ্রুততম মানব বোল্টও জিতেছিলেন গতবার৷

ম্যানচেস্টার ইউনাইটেড ছেড়ে রেয়াল মাদ্রিদে যোগ দেয়ার পর থেকে বড় বড় পুরস্কার জিততে প্রায় ভুলে যাওয়া ক্রিস্টিয়ানো রোনাল্ডোও আছেন মনোনীতদের তালিকায়৷ পর্তুগালের এই ফরোয়ার্ডের ক্যারিয়ার আরো সমৃদ্ধ হবে এই পুরস্কার জিতলে৷

ক্রিস্টিয়ানো রোনাল্ডো, রাফায়েল নাদাল, সেরেনা উইলিয়ামস, ইউসেইন বোল্ট – এই চারজন তো আছেনই, খেলাধুলার নোবেল জয়ের আশা নিয়ে ফর্মুলা ওয়ানের জার্মান তারকা সেবাস্টিয়ান ফেটেল, ব্রিটেনের দূরপাল্লার দৌড়বিদ মো. ফারাহ, জার্মান মহিলা ফুটবল দলের খেলোয়াড় নাদিন আঙ্গেরার, সাঁতারের মার্কিন সেনসেশন মিসি ফ্র্যাংকলিন এবং জ্যামাইকার অ্যাথলিট শেলি-অ্যান ফ্রেজার-প্রাইসও দিন গুনছেন৷

দিন গোনা শেষ হবে আগামী ২৬ মার্চ৷ সেদিন মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুরস্কৃত করা হবে বছরের সেরা ক্রীড়াবিদকে৷ এবারই প্রথম দক্ষিণ-পূর্ব এশিয়ায় এলো লরিয়াস পুরস্কার বিতরণী অনুষ্ঠান৷ গত বছর অনুষ্ঠানটি হয়েছিল ব্রাজিলের রিও ডি জেনিরোতে৷

এসিবি/ডিজি (ডিপিএ, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য