1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খুদে রাজপুত্রের থিম পার্ক

৭ জুলাই ২০১৪

‘দ্য লিটল প্রিন্স’ বা খুদে রাজকুমারের কথা মনে আছে? সেই ফ্যান্টাসি উপন্যাসে উদ্বুদ্ধ হয়েই এবার ফ্রান্সে তৈরি হয়েছে একটি থিম পার্ক৷ আর গত সপ্তাহে সেটা খুলে দেয়া হয়েছে জনসাধারণের জন্য৷

https://p.dw.com/p/1CWG0
Der kleine Prinz (Buch)
ছবি: picture-alliance/dpa

১৯৪৩ সালে ফরাসি লেখক, ঔপন্যাসিক ও কবি অঁতোয়ান দ্য স্যাঁত-এক্সুপেরি রচনা করেন দ্য লিটল প্রিন্স৷ ভিনগ্রহের ছোট্ট এক রাজপুত্রকে নিয়ে লেখা এই ফ্যান্টাসি উপন্যাস, যে পৃথিবীতে এসে অনুভব করতে পারে একাকিত্ব, বন্ধুত্ব, ভালোবাসা এবং হারানোর অনুভূতি৷ উপন্যাসটি এতটাই জনপ্রিয়তা পায় যে এটি অনূদিত হয় ২৭০টি ভাষায়৷ এ কারণেই এই থিম পার্কের কথা মাথায় আসে নিমার্তাদের৷ জার্মান-ফ্রান্স সীমান্তে নির্মিত হয়েছে এই পার্ক৷

বড়দের প্রত্যেকেই যে একটা সময় শিশু ছিল ঔপন্যাসিকের সেই ধারণার যেন বাস্তব রূপের দেখা মিলবে এই পার্কে৷ পার্কের কর্তৃপক্ষ আশা করছেন প্রতি বছর অন্তত দেড় লাখ পর্যটক পার্কে আসবেন৷ পার্কে থাকছে হট এয়ার বেলুন, স্লাইডসহ অনেক জীব জন্তু৷ এছাড়া খুদে রাজকুমারকেও দেখা যাবে সেখানে, যে নিজের কাহিনি বলবে৷

পার্কটির প্রকল্পের ব্যবস্থাপক বলেন, ‘তাদের প্রধান টার্গেট ২ থেকে ১২ বছরের শিশুরা৷' তিনি বলেন লিটল প্রিন্স একটি ব্র্যান্ডের চেয়েও অনেক বেশি কিছু, যা মানুষের নীতিবোধ ও মূল্যবোধকে জাগিয়ে তুলবে৷

এপিবি/এসবি (এপি, এএফপি)