1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘খাশগজি-হত্যা সম্পর্কে সব তথ্য উন্মোচন করা হবে'

২২ অক্টোবর ২০১৮

সৌদি আরব শেষ পর্যন্ত বিক্ষুব্ধ সাংবাদিক জামাল খাশগজির মৃত্যুর ঘটনা স্বীকার করে নিলেও সে দেশের উপর চাপ আরো বাড়ছে৷ তুরস্কের প্রেসিডেন্ট প্রকৃত সত্য উন্মোচনের প্রতিশ্রুতি দিয়েছেন৷

https://p.dw.com/p/36vUl
Washington Protest Vermisster Journalist Khashoggi
ছবি: picture-alliance/dpa/J. Martin

গত ২রা অক্টোবর বিক্ষুব্ধ সৌদি সাংবাদিক জামাল খাশগজি নিখোঁজ হবার পর থেকে প্রবল চাপের মুখে সৌদি আরবের বয়ান বার বার বদলে যাচ্ছে৷ইস্তানবুলে সৌদি কনসুলেটে তাঁর মৃত্যু ঘটেছে, এমনটা মেনে নিলেও সরকারি বয়ানের মধ্যে অনেক অসঙ্গতি ও খুঁটিনাটি বিষয়ের অভাব রয়েছে৷ ফলে জার্মানি, ফ্রান্স, ব্রিটেনসহ একাধিক দেশ সে বিষয়ে সংশয় প্রকাশ করেছে৷ এই তিন দেশের পররাষ্ট্রমন্ত্রী এক যৌথ বিবৃতিতে সৌদি আরবের উদ্দেশ্যে স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করার আহ্বান জানিয়েছেন৷ উল্লেখ্য, জার্মানি সৌদি আরবে অস্ত্র রপ্তানি স্থগিত রেখেছে৷

সৌদি নেতৃত্ব গোটা ঘটনাকে ঘিরে ধোঁয়াশা কাটাতে যত বিলম্ব ঘটাচ্ছে, তাদের উপর চাপ আরো বাড়ছে৷ রবিবার তুরস্কের প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান খাশগজিরকরুণ পরিণতির বিষয়ে গোটা সত্য উন্মোচন করার প্রতিশ্রুতি দিয়েছেন৷ উল্লেখ্য, তুরস্কের কর্মকর্তারা শুরু থেকেই দাবি করে আসছেন যে, দূতাবাস ভবনের মধ্যেই খাশগজিকে হত্যা করে তাঁর মৃতদেহ টুকরো টুকরো করে কেটে ফেলা হয়েছিল৷ সৌদি আরব থেকে ১৫ সদস্যের ‘হত্যাকারী' দল সেই উদ্দেশ্যে ইস্তানবুলে এসেছিল৷

এর্দোয়ানের ঘোষণার ঠিক পরেই সৌদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদ বিন সালমানখাশগজির মৃত্যু সম্পর্কে দুঃখ প্রকাশ করে তাঁরছেলে সালাহ খাশগজির সঙ্গে টেলিফোনে কথা বলে তাঁদের সমবেদনা জানিয়েছেন৷ সৌদি প্রেস এজেন্সি আরো জানিয়েছে, সালাহ এ জন্য ‘আন্তরিক ধন্যবাদ' জানিয়েছেন৷ তবে যুবরাজ সালমানকে না জানিয়ে খাশগজিকে হত্যা করা হয়েছে, এমনটা প্রায় কেউই বিশ্বাস করতে পারছে না৷

২রা অক্টোবর ইস্তানবুলে সৌদি কনসুলেটে ঠিক কী ঘটেছিল, তা নিয়ে এখনো ধোঁয়াশা কাটছে না৷ তবে শনিবার সৌদি কর্তৃপক্ষ খাশগজির মৃত্যুর কারণ হিসেবে তাঁর সঙ্গে উপস্থিত দূতাবাস কর্মীদের বচসা ও তার জের ধরে ‘ফিস্টফাইট' বা ঘুষোঘুষির যে দাবি করেছেন, তা যথেষ্ট বিশ্বাসযোগ্য ছিল না৷ তারপর সৌদি পররাষ্ট্রমন্ত্রী আদেল আল জুবেইর অ্যামেরিকার ফক্স নিউজের সঙ্গে এক সাক্ষাৎকারে স্বীকার করেছেন যে, গোটা ঘটনা আসলে মারাত্মক এক ভুল এবং তা গোপন করার প্রচেষ্টা আরো বড় ভুল হয়েছে৷ খাশগজির মৃতদেহের কী দশা হয়েছে, সেই প্রশ্নের উত্তরে পররাষ্ট্রমন্ত্রী বলেন, তুরস্কের সঙ্গে সহযোগিতার মাধ্যমে এ বিষয়ে সম্পূর্ণ তথ্য উন্মোচনের কাজ চলছে৷ তবে যুবরাজ সালমান এই ‘অবৈধ' অভিযানের কথা জানতেন, এমন অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়েছেন আদেল আল জুবেইর৷

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও প্রথমে সৌদি নেতৃত্বের প্রতি আস্থা দেখিয়ে চাপের মুখে পড়েছেন৷ এমনকি রিপাবলিকান দলের মধ্যেও এ বিষয়ে অসন্তোষ বাড়ছে৷ সৌদি আরবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নেবার দাবিও শোনা যাচ্ছে৷ শনিবার ট্রাম্প বলেন, সৌদি আরবের ব্যাখ্যা সম্পর্কে তিনি মোটেই সন্তুষ্ট নন৷ তবে এই ঘটনাকে কেন্দ্র করে সৌদি আরবের সঙ্গে লাভজনক অস্ত্র ব্যবসা বন্ধ করতে প্রস্তুত নন তিনি৷

এসবি/এসিবি (রয়টার্স, ডিপিএ)