1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খালেদার আপিল শুনানি মুলতুবী, বাড়ি ছাড়া প্রশ্নে বিতর্ক

১০ নভেম্বর ২০১০

খালেদা জিয়ার ক্যান্টনমেন্টের বাড়ি নিয়ে লিভ টু আপিলের শুনানি ২৯শে নভেম্বর পর্যন্ত মুলতুবী করা হয়েছে৷ খালেদার আইনজীবীরা দাবি, তাঁকে এখন আর ১৩ই নভেম্বরের মধ্যে বাড়ি ছাড়তে হবে না৷

https://p.dw.com/p/Q4sG
খালেদা জিয়াছবি: Mustafiz Mamun

এটর্নি জেনারেল বলেছেন, আদালত বাড়ি ছাড়ার আদেশের ওপর কোন স্থগিতাদেশ দেয়নি৷

সুপ্রিম কের্টের আপীল বিভাগ বুধবার লিভ টু আপিলের শুনানি শুরু করলে খালেদার আইনজীবী শুনানি মুলতুবি আবেদন করেন৷ আদালত ২৯শে নভেম্বর পর্যন্ত শুনানি মুলতুবী করেন৷

গত ১৩ই অক্টোবর হাইকোর্ট খালেদা জিয়ার রিট খারিজ করে তাঁর ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়তে সরকারের নোটিশ বৈধ ঘোষণা করে৷ একই সঙ্গে খালেদা জিয়াকে একমাসের মধ্যে বাড়ি ছাড়তে বলে৷ সেই এক মাস শেষ হবে দুই দিন পর ১৩ই নভেম্বর৷

এই আদেশের বিরুদ্ধে লিভ টু আপিলের শুনানি শুরু হওয়ায় খালেদাকে এখন আর বাড়ি ছাড়তে হচ্ছেনা বলে জানান তাঁর আইনজীবী টিএইচ খান৷ তিনি বলেন, খালেদা জিয়া এখন ৬০ দিনের মত সময় পাবেন৷

তবে এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন, খালেদা জিয়ার বাড়ি ছাড়ার আদেশের ওপর আপিল বিভাগ কোন স্থগিতাদেশ দেয়নি৷ ১৩ই নভেম্বর তাঁকে বাড়ি থেকে উচ্ছেদ করা হবে কিনা সেটা সরকারের বিষয়৷

ইজারা দলিলের মাধ্যমে ১৯৮১ সালের ১৩ই জুন খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের ১৬৫ কাঠা জমির ওপর বাড়িটি দেয়া হয়৷ ২০০৯ সালের ২০শে এপ্রিল খালেদা জিয়াকে বাড়ি ছাড়ার নোটিশ দেয় সামরিক ভূমি ও ক্যন্টনমেন্ট অধিদফতর৷ পরে আরো দু'বার নোটিশ দেয়া হয়৷ খালেদা জিয়া ওই নোটিশকে হাইকোর্টে চ্যালেঞ্জ করলে আদালত তাঁর আবেদন খারিজ করে নোটিশ বৈধ ঘোষণা করে৷ ক্যান্টনমেন্টের বাড়ি ছাড়ারও নির্দেশ দেন৷ আর সেই নির্দেশের বিরুদ্ধে খালেদার লিভ টু আপিলের শুনানি শুরু হল৷

অন্যদিকে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে শুনানি চলাকালে সাংবাদিকদের ভিতরে ঢুকতে দেয়া হয়নি৷ এর প্রতিবাদ জানিয়েছেন আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মহবুব উদ্দিন আহমেদ৷ আর এটর্নি জেনারেল মাহবুবে আলম বলেছেন সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে কেউ সাংবাদিকদের প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে থাকতে পারেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন