1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

খাদ্য উৎপাদন বাড়াতে বাংলাদেশে আফ্রিকান ধান চাষ

৭ জুলাই ২০১১

আফ্রিকার খরা অঞ্চলের জন্য উদ্ভাবিত একটি উচ্চফলনশীল ধান নিয়ে পরীক্ষানিরীক্ষা চলছে বাংলাদেশে৷ জলবায়ু পরিবর্তন এবং প্রতিকূল আবহাওয়াতেও এই ধান উৎপাদন সম্ভব৷

https://p.dw.com/p/11qan
Keywords: Bangladesh, Bangladesch, Paddy field, rice, Dhaka, bird Nature in Bangladesh' taken by our correspondent from Dhaka. He (Mr. Harun Ur Rashid Swapan) gives DW the right to use his pictures (photo@ Harun Ur Rashid Swapan and DW is permited to use these)
ফাইল ছবিছবি: DW/Swapan

গাঙ্গেয় বদ্বীপ বাংলাদেশে ধান উৎপাদন হচ্ছে হাজার বছর আগে থেকেই৷ এই দেশে একসময় প্রায় চার হাজার প্রজাতির খাদ্যশস্য উৎপাদন হতো৷ কিন্তু বর্তমানে শুধু দেশের চাহিদা মেটানোর মতো ধানও বাংলাদেশে উৎপাদন সম্ভব হচ্ছেনা৷ পরিবেশ প্রতিকূলতা ছাড়াও ধানের যা উৎপাদন, তাতে সকলের চাহিদা মেটানো সম্ভব নয়৷

বাংলাদেশের কর্মকর্তারা এবার তাই নারিকা নামে এক জাতের আফ্রিকান ধান নিয়ে পরীক্ষানিরীক্ষা করছেন৷ আইভরি কোস্টে বছর দশক আগে এই ধান উদ্ভাবন করা হয়৷ ধারণা করা হচ্ছে, বাংলাদেশে খাদ্য উৎপাদন বাড়াতে সহায়ক হতে পারে এই বিশেষ প্রজাতির ধান৷

নারিকা নিয়ে বাংলাদেশ প্রাথমিক পরীক্ষানিরীক্ষা অবশ্য সফল হয়েছে৷ খরা প্রতিরোধের ক্ষমতাসম্পন্ন এবং দ্রুত ফলনশীল এই ধান চাষ করে গত বছর আশাতীত সাফল্য পাওয়া গেছে৷ এবছর তাই দেড় হাজার কৃষক বিভিন্ন অঞ্চলে চাষ করছেন নারিকা৷

বাংলাদেশ কৃষি উন্নয়ন অধিদপ্তর-এর পরিচালক মো. নুরুজ্জামান বলেন, উগান্ডা থেকে আমরা এই ধানের বীজ আমদানি করেছি৷ বিভিন্ন পরিবেশে এটির উৎপাদন কেমন হতে পারে তা নিয়ে এখন গবেষণা চলছে৷

তিনি বলেন, আমরা আশা করছি প্রতিকূল পরিবেশে খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে সহায়তা করবে নারিকা৷ এর এমন কিছু গুনাগুন আছে যা, বাংলাদেশের সর্বোচ্চ ফলনশীল ধানের প্রজাতিতেও নেই৷

মূলত আফ্রিকার দেশগুলোর জন্য উদ্ভাবিত নারিকা ৯০ থেকে ১০০ দিনের মধ্যেই ফলনশীল হয়৷ এই ধান চাষে পানিও কম লাগে৷ অন্যদিকে, বাংলাদেশে ব্যবহৃত ধানের জনপ্রিয় প্রজাতিগুলো উৎপাদনে প্রচুর পানির প্রয়োজন হয়৷ ফলে উত্তরের খরা এলাকার চাষীদের জলসেচের জন্য বাড়তি বিনিয়োগ করতে হয়৷ তাছাড়া এসব ধান ফলনশীল হতেও ১৪০ থেকে ১৬০ দিন সময় লাগে৷

উল্লেখ্য, বাংলাদেশে ১৫ কোটি মানুষে বাস৷ প্রতি বছর এই দেশের চাহিদা মেটাতে ৩৫ মিলিয়ন টন চালের প্রয়োজন৷ কিন্তু সর্বোচ্চ উৎপাদন হয় ৩২.২৫ মিলিয়ন টন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক