1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিসমাসে বিধিনিষেধ শিথিল চায় জার্মানরা

৪ ডিসেম্বর ২০২০

সাম্প্রতিক এক জরিপে বেশিরভাগ জার্মান ক্রিসমাসের ছুটিতে করোনার বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিষেধে তাদের আপত্তি নেই৷

https://p.dw.com/p/3mEAE
জার্মানিতে করোনার সময় বড়দিন
ছবি: Ying Tang/NurPhoto/picture alliance

জার্মানদের সবচেয়ে বড় ধর্মীয় ও পারিবারিক উৎসব বড়দিন৷ করোনা মহামারির ভয়াবহতা সত্ত্বেও এই সময়টি তারা পরিবারের সাথে মিলিত হতে চান৷ জার্মান ব্রডকাস্টার এআরডি পরিচালিত জরিপে অংশগ্রহণকারীদের শতকরা ৫৩ ভাগ করোনার কঠোর বিধিনিষেধ শিথিল করার পক্ষে মত দিয়েছেন৷ জরিপের ফলাফল প্রকাশ করা হয় বৃহস্পতিবার৷ শতকরা ৪৪ ভাগ মানুষ ছিলেন বিধিনিষেধ শিথিল করার বিপক্ষে৷

তবে নববর্ষ উদযাপনে কঠোর বিধিনেষেধে সমর্থন রয়েছে জার্মানদের৷ জরিপে অংশগ্রহণকারীদের শতকরা প্রায় ৬৮ভাগ জার্মান নববর্ষ উদযাপনে কঠোর বিধিনিয়ম শিথিল করার বিপক্ষে মত দিয়েছেন৷

সম্প্রতি জার্মান চ্যান্সেলর ম্যার্কেল বড়দিন উপলক্ষে বিশেষ নিয়মে করোনার বিধিনিষেধ শিথিল করার ব্যাপারে জার্মানির ১৬টি রাজ্যের নেতারদের সাথে একমত হয়েছেন৷ কঠোর বিধিনিষেধ শিথিল থাকবে ২৩ ডিসেম্বর থেকে ১ জানুয়ারী পর্যন্ত৷ তবে কতটা শিথিল করা হবে তা নির্ভর করছে রাজ্যের সিদ্ধান্তের ওপর৷

করোনাভাইরাসের বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপের বিরুদ্ধে কিছু মানুষ বিক্ষোভ করলেও শতকরা ৬২ ভাগ জার্মানের সরকারের নেওয়া পদক্ষেপে সমর্থন রয়েছে৷ করোনার বিধিনিষেধ সম্পর্কে জার্মানি চরম ডানপন্থি বিকল্পদল এএফডি -র সমর্থকরা জনগণের স্বাধীনতার গুরুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করে৷ পরিবেশবাদী গ্রিনদলের সমর্থকরা অবশ্য তেমন উদ্বিগ্ন নয়৷

জরিপের ফলাফলে প্রকাশ, করোনা ভাইরাস বিস্তার রোধে সরকারের নেওয়া পদক্ষেপগুলোকে বেশিরভাগ জার্মান সমর্থন করেন৷

এনএস/এসিবি (ডিপিএ, কেএনএ, ইপিডি)