1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্রিকেটে পূর্ণ হোক উৎসব

৫ জুন ২০১৯

ঈদের শুরুটা বাংলাদেশ কাটিয়েছে ভালোই৷ বৃষ্টি একটু বাগড়া দিয়েছে বটে, কিন্তু তাতে আগের রাতের অনেক নাটকীয়তার পর পাওয়া ঈদের আনন্দ খুব একটা কমেনি৷ তবে সন্ধ্যার পর প্রস্তুতি সে আনন্দ ওভালের ক্রিকেট মাঠে পরিপূর্ণ করার৷

https://p.dw.com/p/3Ju5w
ছবি: Reuters/Action Images/P. Childs

অনেকে আগের রাতেও ঠিক বুঝে উঠতে পারছিলেন না, নিউজিল্যান্ডের বিরুদ্ধে খেলাটা রোজা রেখে দেখতে হবে, নাকি সারাদিনের ঈদের আনন্দ শেষে জমিয়ে বসে সমর্থন দেবেন টাইগারদের৷

কেউ কেউ তো বেশ দুঃখই পেয়েছিলেন৷ খেলাটাও শুরু এমন এক সময়ে  ইফতার করে মাগরিব পড়ে বাসায় ফিরতে ফিরতে কী কী যে মিস হয়ে যায়!

শেষ পর্যন্ত অবশ্য সে চিন্তা কেটে গেছে, রাত ১১টার দিকে ঈদের ঘোষণা এসেছে৷ ফলে উৎসবমুখর আয়োজন নিয়েই টিভি সেটের সামনে বসেছেন টাইগার সমর্থকেরা৷

দ্বিতীয় ম্যাচেও প্রথম ম্যাচের একাদশই মাঠে নামিয়েছেন মাশরাফী৷ নিউজিল্যান্ডও নামায় আগের ম্যাচে শ্রীলঙ্কাকে উড়িয়ে দেয়া একাদশ৷

কিন্তু বিশ্বকাপে সাকিব-তামিমদের প্রথম ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে যে দুর্দান্ত শুরু হয়েছিল, দ্বিতীয় ম্যাচে নিউজিল্যান্ডের বিপক্ষে তা অনেকটাই মন্থর৷ প্রথম ম্যাচের মতোই এদিনও টসে হেরে ব্যাটিং করার আমন্ত্রণ পায় বাংলাদেশ৷

কিন্তু এবার আর প্রথম ম্যাচের মতো উড়ন্ত শুরু নয়, বেশ বুঝেশুনে খেলার প্রবণতা দেখিয়েছিলেন দুই ওপেনার৷ প্রথম পাঁচ ওভারে এসেছে মাত্র ২২ রান৷ কিন্তু খুব একটা লাভ হয়নি তাতে৷ নয় ওভার শেষে বলের সমান ২৫ করে বোল্ড হন সৌম্য সরকার৷ দলের সংগ্রহে তখন ৪৯ রান৷ ১৪ ওভার শেষে তামিম ইকবালও আউট হন ২৪ রানে৷ বাংলাদেশের স্কোর দাঁড়ায় দুই উইকেটে ৬২ রান৷

এরপর মাঠে থাকা মুশফিকুর রহিমের সঙ্গে জুটি বাঁধেন আগের ম্যাচের নায়ক সাকিব আল হাসান৷ আগের ম্যাচে বিশ্বকাপে বাংলাদেশের সবচেয়ে বড় জুটি উপহার দিয়েছেন সাকিব ও মুশফিক। কিন্তু ভুল বোঝাবুঝিতে রান আউট হয়ে ফেরেন মুশফিকও৷

তবে তারপরও আশায় বুক বেঁধে বড় সংগ্রহের অপেক্ষায় টিভি সেটের সামনে কোটি বাংলাদেশি৷ অন্যদিকে ইংল্যান্ডের  ওভাল মাঠের গ্যালারিতে কোনো অংশেই কম যাচ্ছেন না টাইগার সমর্থকরা৷ ব্যানার, ফেস্টুন, পতাকা, পুতুল বাঘ, সব নিয়ে মাঠে হাজির তাঁরা৷ প্রতিটি ভালো শটে চিৎকার করে অনুপ্রাণিত করছেন সমর্থকরা৷

অনেক নাটকীয়তার পর শেষ পর্যন্ত বুধবার ঈদ জেনে খুশিমনে ঘুমাতে গিয়েছিলেন যারা, আজও দিন শেষে একটা পরিপূর্ণ ঈদের আনন্দ পেতে টাইগারদের আরেকটি জয়ের আকাঙ্খা তাদের ৷