ক্রিকেটার মুশফিকের ভক্তরা যা বললেন | পাঠক ভাবনা | DW | 12.02.2019
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

ক্রিকেটার মুশফিকের ভক্তরা যা বললেন

‘‘বাংলাদেশের ক্রিকেট টিমের সবচাইতে ভদ্র ছেলে মুশফিক ভাই, আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি ও জানি,''  মন্তব্যটি ডয়চে ভেলের এক পাঠকের৷ মুশফিক-ভক্তরা এমন অনেক মন্তব্যই করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতায়৷

 ডয়চে ভেলেকে দেয়া একান্ত সাক্ষাৎকারে নিজের ক্যারিয়ার এবং বাংলাদেশের ক্রিকেট নিয়ে অনেক খোলামেলা কথা বলেছেন মুশফিকুর রহিম৷ ‘‘আর অধিনায়ক হতে চান না ‘দুর্ভাগা' মুশফিক''- শিরোনামের সাক্ষাৎকারটি পড়ে ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন অনেকেই৷

আহমেদ সাকিব সরাসরি মুশফিককে পরামর্শ দিয়েছেন এভাবে, ‘‘ গুড ডিসিশন ভাই মুশফিক৷ অধিনায়কত্ব আর কিপিং এই দুইটা আপনার জন্য না৷ ব্যাটিং দিয়ে সেরা হওয়া যায়৷ সেইটাতে যত দ্রুত এবং বেশি মনোযোগ দেবেন, ততই মঙ্গল৷''

মুশফিকের আরেক ভক্ত রুবেল হোসেন ভুঁইয়া লিখেছেন, ‘‘সাবেক কোচ চন্দিকা হাতুরাসিংহেকে নিয়ে মুশফিক ঠিকই বলেছেন৷ তিনি কোচ হিসেবে ভাগ্যবান হলেও প্রতিভাবান কিন্তু নন৷''

ফেসবুক পাতায় রাকিব হোসেন ক্রিকেটার মুশফিকের সর্বাঙ্গীণ মঙ্গল কামনা করেছেন৷

আর মুশফিক সম্পর্কে পাঠক মুস্তাফিজুর রহমানের মন্তব্য এরকম, ‘‘সকালে ডয়চে ভেলের ওয়েবসাইট থেকে খুব মন দিয়ে সাক্ষাৎকারটি পড়লাম, সত্যি অসাধারণ ব্রিলিয়ান্ট একজন ব্যক্তিত্ব মুশি ভাই৷''

ইদ্রিস আলী সুজনের মতে, হাতুরাসিংহের কারণেই মুশফিক অধিনায়কত্ব হারিয়েছেন৷

‘‘বাংলাদেশের ক্রিকেট টিমের সবচাইতে ভদ্র ছেলে মুশফিক ভাই, আমি ওনাকে খুব কাছ থেকে দেখেছি ও জানি৷ তিনি একজন অসাধারণ মানুষ.. বাংলাদেশ টিমের সবচেয়ে শিক্ষিত ব্যাক্তি৷'' ডয়চে ভেলের ফেসবুক পাতায় এই মন্তব্য পাঠক রুবেল হোসেন মুন্নার৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন