1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজযুক্তরাষ্ট্র

ক্যাপিটল হিল দাঙ্গার জন্য প্রাউড বয়েজের বিরুদ্ধে মামলা

১৫ ডিসেম্বর ২০২১

ওথ কিপারের বিরুদ্ধেও মামলা করেছেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল। এই প্রথম কোনো প্রশাসনিক কর্মকর্তা এমন মামলা করলেন।

https://p.dw.com/p/44H12
অ্যামেরিকা
ছবি: ALEX EDELMAN/AFP/Getty Images

গত ৬ জানুয়ারি মার্কিন ইতিহাসে এক দুঃস্বপ্নের দিন। ওই দিন মার্কিন প্রশাসনিক ভবন ক্যাপিটলে হামলা চালিয়েছিল ট্রাম্পপন্থিরা। ক্যাপিটলে ঢুকে তারা কাগজপত্র তছনছ করে দিয়েছিল। তাণ্ডব চালিয়েছিল একাধিক অফিস এবং কংগ্রেসে। এবার সেই দাঙ্গার জন্য সরাসরি প্রাউড বয়েজ এবং ওথ কিপারের বিরুদ্ধে মামলা দায়ের করলেন ডিস্ট্রিক্ট অফ কলম্বিয়ার অ্যাটর্নি জেনারেল কার্ল র্যাসিন। এক বিবৃতিতে তিনি লিখেছেন, 'ওই দিনের হামলার পিছনে প্রাউড বয়েজ এবং ওথ কিপারের সক্রিয় অংশগ্রহণ ছিল। সে কারণেই ওই দুই গোষ্ঠীকে নিষিদ্ধ করার জন্ এই মামলা করা হয়েছে।'

ক্যাপিটল হামলায় যে প্রাউড বয়েজ এবং ওথ কিপারদের সক্রিয় অংশগ্রহণ ছিল, তা কার্যত পরিষ্কার। সে সময় তাদের করা বহু পোস্ট থেকেই জানা গেছে, তারা ওই হামলাকে সমর্থন করছে। শুধু তাই নয়, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পও তাদের কার্যত সমর্থন করেছিলেন। বস্তুত, ঘটনার পর বাইডেনপন্থিরা হামলার জন্য ট্রাম্পের দিকেই আঙুল তুলেছিলেন। তার মন্তব্যের পরেই জনগণ ক্যাপিটলে হামলা চালায় বলে অভিযোগ। এ বিষয়ে আদালতে মামলাও চলছে। ক্যাপিটল হামলার নথি নষ্ট করার অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। আদালত এ বিষয়ে ট্রাম্পের বক্তব্য নস্যাৎ করে দিয়েছে।

এই পরিস্থিতিতে অ্যাটর্নি জেনারেলের মামলা গুরুত্বপূর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। বস্তুত, অ্যামেরিকায় প্রাউড বয়েজ এবং ওথ কিপারের মতো অতি দক্ষিণপন্থি সংগঠনগুলিকে সরাসরি সন্ত্রাসী গোষ্ঠী বলা হবে কি না, তা নিয়ে বিতর্ক আছে। ক্যানাডা অবশ্য প্রাউড বয়েজকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবেই চিহ্নিত করেছে। দুইটি গোষ্ঠীই হেট স্পিচের জন্য বিখ্যাত। দুইটি গোষ্ঠীই হোয়াইট সু্প্রিমেসি বা বর্ণবাদের সঙ্গে সরাসরি যুক্ত। ট্রাম্পের ইন্ধনে এরাই ক্যাপিটল ভবনে হামলা চালিয়েছিল বলে মনে করেন বহু বিশেষজ্ঞ। সম্প্রতি ওথ কিপারের এক সদস্য আদালতে নিজের দোষ স্বীকারও করেছে। তারপরেই অ্যাটর্নি জেনারেল এই মামলা করলেন।

এসজি/জিএইচ (রয়টার্স, এপি)