1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ক্যানাডায় ঢুকতে পারেনি, দেশে ফিরলেন ডা. মুরাদ হাসান

১২ ডিসেম্বর ২০২১

মন্ত্রিত্ব ও দলীয় পদ হারিয়ে সমালোচনার মুখে ক্যানাডায় পাড়ি জমাতে গেলেও ব্যর্থ হয়ে দেশে ফিরেছেন ডা. মুরাদ হাসান৷

https://p.dw.com/p/449pZ
Bangladeshi State Minister Dr Murad Hasan.
ফাইল ছবিছবি: bdnews24.com

বাংলাদেশে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এক প্রতিবেদনে লিখেছে, ‘‘রোববার বিকালে এমিরেটসের একটি ফ্লাইটে ঢাকার শাহজালাল বিমানবন্দরে নামেন তিনি৷’’ 

গত বৃহস্পতিবার এমিরেটসের একটি ফ্লাইটেই তিনি রওনা হয়েছিলেন ক্যানাডার পথে৷ 

এর আগে ক্যানাডা থেকে প্রকাশিত একাধিক বাংলা পত্রিকা জানায়, ইমিগ্রেশন পুলিশ তাকে দেশটিতে প্রবেশে বাধা দেয়৷ তবে ঠিক কী কারণে তাকে ক্যানাডায় ঢুকতে দেওয়া হয়নি তা জানা যায়নি৷ পরে সেখান থেকে তিনি দুবাই ফিরে যান৷ 

আর দুবাই থেকেই রোববার বিকাল ৪টা ৫ মিনিটে এমিরেটসের যে ফ্লাইট আসে, তাতেই মুরাদ দেশে ফেরেন বলে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে নিশ্চিত করেন৷

এদিকে, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিকে নিয়ে ‘কুরুচিপূর্ণ, অশ্লীল ও বিদ্বেষমূলক’ মন্তব্য করার অভিযোগে ডা. মুরাদ হাসান এবং উপস্থাপক মহিউদ্দিন হেলাল নাহিদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন করেছেন বিএনপিপন্থি একজন আইনজীবী৷ 

জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের নেতা ও ঢাকা বারের সাবেক সাধারণ সম্পাদক ওমর ফারুক ফারুকী রোববার ঢাকার সাইবার ট্রাইব্যুনালে এই মামলার আবেদন করেন৷ 

তার আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার বলেন, ‘‘আজকে মামলা ফাইলিং হয়েছে৷ তবে বিচারক ছুটিতে থাকায় আগামীকাল শুনানি হতে পারে৷’’ 

চট্টগ্রামেও একই ধরনের একটি মামলার আবেদন করা হয়েছে বলে জানা গেছে৷ 

আরআর/এআই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য