1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজঅস্ট্রেলিয়া

কোয়াডে যোগ দেবেন, অস্ট্রেলিয়ায় তাই দ্রুত শপথ আলবানিজের

২৩ মে ২০২২

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী হলেন আলবানিজ। ২০১৩ সালের পর আবার লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী হলেন। কোয়াড বৈঠকে যোগ দেবেন বলে দ্রুত শপথগ্রহণ অনুষ্ঠান হয়।

https://p.dw.com/p/4BiDS
২০১৩-র পর অস্ট্রেলিয়ায় আবার লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী হলেন।
২০১৩-র পর অস্ট্রেলিয়ায় আবার লেবার পার্টির নেতা প্রধানমন্ত্রী হলেন। ছবি: David Gray/Getty Images

সাবেক প্রধানমন্ত্রী স্কট মরিসনের নেতৃত্বাধীন রক্ষণশীল জোটকে হারিয়ে ক্ষমতায় এল আলবানিজের নেতৃত্বাধীন লেবার পার্টি।

তবে ভোটগণনা এখনো সম্পূর্ণ হয়নি। কোয়াডের শীর্ষ বৈঠকে যোগ দিতে হবে বলে আলবানিজ প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। কোয়াড মানে অ্যামেরিকা, অস্ট্রেলিয়া, জাপান ও ভারতের জোট। মূলত চীনকে প্রতিহত করার জন্যই এই জোট তৈরি হয়েছে। জাপানে কোয়াডের শীর্ষ বৈঠক হচ্ছে।

গভর্নর জেনারেল ডেভিড হারলি লেবার পার্টির নেতা আলবানিজকে শপথবাক্য পাঠ করান। অস্ট্রেলিয়ায় গভর্নর জেনারেল হলেন রাষ্ট্রপ্রধান এবং রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতিনিধি।

প্রধানমন্ত্রী হওয়ার পর আলবানিজ বলেছেন, তিনি প্রধানমন্ত্রী হতে পেরে সম্মানিত বোধ করছেন। নতুন সরকার হবে সাহসী, মানুষের যত্ন নেবে এবং সবাইকে নিয়ে চলবে।

কোয়াড বৈঠকে

আলবানিজ জাপানে কোয়াড বৈঠকে যোগ দেবেন। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে বৈঠক করবেন। তার সঙ্গে বিদেশমন্ত্রীও জাপান যাচ্ছেন।

বুধবার থেকে এই শীর্ষবৈঠক শুরু হচ্ছে। সেখানে যাতে তিনি যেতে পারেন, সেজন্যই শপথগ্রহণ অনুষ্ঠান দ্রুত সেরে ফেলা হয়েছে।

জো বাইডেনও জানিয়েছেন, জাপান ও ভারতের প্রধানমন্ত্রীর পাশাপাশি অস্ট্রেলিয়ার নতুন প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি কথা বলতে উদগ্রীব। আলবানিজও জানিয়েছেন, অস্ট্রেলিয়ার পররাষ্ট্রনীতির তিনটি প্রধান ভিত্তি। এক, অ্যামেরিকার সঙ্গে সুসম্পর্ক রাখা, দুই, এই অঞ্চলে সক্রিয় থাকা, তিন, বিভিন্ন ফোরামকে সমর্থন জানানো। তিনিও এই পররাষ্ট্রনীতি অনুসরণ করেই চলবেন।

ফলাফলের প্রবণতা

এবিসি নিউজ জানাচ্ছে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভের ১৫১টি আসনের মধ্যে লেবার পার্টি পেয়েছে ৭২টি আসন। তাদের সংখ্যাগরিষ্ঠতার জন্য আরো চারটি আসনে জেতা দরকার। ১২টি আসনে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে। সেখানে ৭০ শতাংশ ভোটগণনা হয়েছে। সেখানে কী ফলাফল হবে, লেবার পার্টি আরো চারটি আসন জিততে পারবে কি না, তা এখনো স্পষ্ট নয়। তবে সংখ্যাগরিষ্ঠতা না পেলেও আলবানিজ সরকার গঠন করতে পারবেন। কারণ, কয়েকজন নির্দল এবং গ্রিন পার্টি তাকে সমর্থন করতে পারে।

মোদী যাচ্ছেন

সোমবারই জাপান পৌঁছে গেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি কোয়াডের বৈঠকে উপস্থিত থাকবেন। জাপানের শিল্পপতিদের সঙ্গে বৈঠক করবেন, সেখানে প্রবাসী ভারতীয়দের অনুষ্ঠানে যাবেন। এছাড়া জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গেও তিনি বৈঠক করবেন। মোদী বলেছেন, জাপানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক আরো ভালো করার লক্ষ্য নিয়ে তিনি জাপান গেছেন।

জিএইচ/এসজি (এপি, এএফপি, রয়টার্স)