1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কোনোভাবেই শরণার্থী নিতে রাজি নয় হাঙ্গেরি

৯ জানুয়ারি ২০১৮

জার্মানির ‘বিল্ড' পত্রিকাকে দেয়া সাক্ষাৎকারে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান বলেছেন তাঁর দেশ ইইউ'র কোটা অনুযায়ী উদ্বাস্তু নিতে চায় না, কারণ, উদ্বাস্তুরা ‘মুসলিম হামলাকারী'৷

https://p.dw.com/p/2qYao
Ungarn Premierminister Viktor Orban
ছবি: picture-alliance/NurPhoto/K. Dobuszynski

পপুলিস্ট নেতা অর্বান তাঁর কট্টর উদ্বাস্তুবিরোধী মনোভাবের জন্য পরিচিত৷ বিল্ড পত্রিকায় সোমবার প্রকাশিত সাক্ষাৎকারে অর্বান বলেন যে, ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি হাঙ্গেরির ‘সার্বভৌমত্ব ও সাংস্কৃতিক সত্তার' জন্য বিপদ হয়ে দাঁড়াচ্ছে৷

‘‘আমরা এসব মানুষকে মুসলিম উদ্বাস্তু হিসেবে গণ্য করি না৷ আমরা ওদের মুসলিম হামলাকারী হিসেবে দেখি,'' বলেন অর্বান৷

সাক্ষাৎকারে তিনি আরো বলেন যে, সিরীয় উদ্বাস্তুরা প্রাণের আশঙ্কায় দেশত্যাগ করছেন না৷ হাজার হাজার অভিবাসী যে হাঙ্গেরির মতো অপেক্ষাকৃত কম সমৃদ্ধিশালী ‘কিন্তু স্থিতিশীল' দেশের মধ্য দিয়ে যাবার সময় জার্মানির মতো পশ্চিম ইউরোপের অপেক্ষাকৃত সমৃদ্ধিশালী দেশগুলিতে যাবার সিদ্ধান্ত নিচ্ছেন – এ থেকে প্রমাণ হয় যে, তাদের উদ্বাস্তু হিসেবে গণ্য করা চলে না, বরং তারা ‘‘অর্থনৈতিক অভিবাসী, যারা উন্নততর জীবনের খোঁজ করছেন৷''

মুসলিম-প্রধান দেশগুলি থেকে আগত মানুষদের তাঁর দেশে নেওয়া প্রসঙ্গে অর্বান বলেন যে, হাঙ্গেরি ‘বাধ্যতামূলকভাবে' তা করতে রাজি নয়৷

অবার্নের মতে, ‘‘বেশি মুসলিম এলে, তা অনিবার্যভাবে দ্বিবিধ সমাজ সৃষ্টি করবে বলে আমাদের ধারণা, কেননা, খ্রিষ্টান ও মুসলিম সমাজ কোনোদিন এক হতে পারবে না৷''

তিনি মনে করেন, ‘‘বহুসংস্কৃতি একটা ভ্রম ছাড়া আর কিছু নয়৷''

জার্মানি ‘অভিবাসীদের চেয়েছে'

যে উদ্বাস্তু পুনর্বাসন কোটা নিয়ে বুদাপেস্ট আর ব্রাসেলসের মধ্যে বিরোধ, হাঙ্গেরি ও স্লোভাকিয়া ইউরোপিয়ান কোর্ট অফ জাস্টিস (ইসিজে)-তে সেই কোটা চ্যালেঞ্জ করে সম্প্রতি ব্যর্থ হয়েছে৷

জার্মানি যেখানে লক্ষ লক্ষ উদ্বাস্তু ও অভিবাসী নিচ্ছে, সেখানে হাঙ্গেরি কাউকে নিচ্ছে না, এটা ন্যায্য কিনা- এ প্রশ্নের জবাবে অর্বান বলেন, ‘‘তফাৎটা হলো এই যে, তোমরা অভিবাসীদের চেয়েছিলে, আমরা নয়৷''

হাঙ্গেরীয় কর্মকর্তারা ইসিজে-র রায়কে ‘রাজনৈতিক' বলে প্রত্যাখ্যান করেন৷ এমনকি হাঙ্গেরির পররাষ্ট্রমন্ত্রী সিজার্তো মন্তব্য করেন যে, ‘‘রাজনীতি ইউরোপীয় আইনকানুন ও মূল্যবোধকে ধর্ষণ করেছে৷''

হাঙ্গেরি যে ইইউ-এর একমাত্র দেশ, যার সমালোচনা করা হয়েছে, যদিও উদ্বাস্তু পুনর্বাসন কোটা ‘‘বিশটির বেশি দেশে কার্যকরি করা হয়নি,'' অর্বান তাকে ‘দু'মুখো বিচার' বলে অভিহিত করেন৷

ইউরোপীয় কমিশনের সর্বাধুনিক পরিসংখ্যান অনুযায়ী, ইইউ-এর মাত্র দু'টি সদস্যদেশ কোটা অনুযায়ী কোনো উদ্বাস্তু নিতে অস্বীকার করেছে – হাঙ্গেরি ও পোল্যান্ড৷ স্লোভাকিয়া, অস্ট্রিয়া ও চেক প্রজাতন্ত্র কোটা অনুসারে সামান্য কিছু উদ্বাস্তু নিয়েছে৷ তবে প্রতিটি দেশ কোটা অনুযায়ী যে পরিমাণ উদ্বাস্তু নেবার ‘আইনগত প্রতিশ্রুতি' দিয়েছে, মোট ২২টি দেশ তার চেয়ে কম উদ্বাস্তু নিয়েছে৷ এমনকি জার্মানিও তার কোটা পূরণ করতে পারেনি৷

হাঙ্গেরিতে আগামী এপ্রিল মাসে সাধারণ নির্বাচন৷ তার আগে অর্বান তাঁর অভিবাসনবিরোধী অবস্থান আরো জোরালোভাবে প্রচার করছেন৷ গত শুক্রবার তিনি বাভেরিয়ার খ্রিষ্টীয় সামাজিক ইউনিয়ন বা সিএসইউ দলের একটি সম্মেলনে আবির্ভূত হন৷ সিএসইউ দলকে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সিডিইউ দলের ‘সহোদরা' বলা হয়ে থাকে৷ সিএসইউ দল আপাতত তাদের নিজেদের অভিবাসন সংক্রান্ত মনোভাব প্রচার করতে সচেষ্ট৷

রেবেকা স্টাউডেনমায়ার/এসি