1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

কেনিয়ায় পদপিষ্ট হয়ে মৃত ১৩ শিশু

৪ ফেব্রুয়ারি ২০২০

আফ্রিকার কেনিয়ার একটি স্কুলে ধাক্কাধাক্কিতে পদপিষ্ট হয়ে মারা গেছে ১৩টি শিশু৷ পাশাপাশি আহত হয়েছেন আরো অনেকে৷

https://p.dw.com/p/3XEfC
Schule in Ngong bei Nairobi in Kenia
ছবি: dapd

সোমবার কেনিয়ার পশ্চিমাঞ্চলের শহর কাকামেগার একটি প্রাইমারি স্কুলে হঠাৎ করেই ধাক্কাধাক্কি শুরু হয়৷ শিক্ষার্থীদের মধ্যে অজানা কারণে আতঙ্ক ছড়িয়ে পড়লে দৌড়াদৌড়ি শুরু হয়৷ ধাক্কাধাক্কির ঠেলায় পদপিষ্ট হয়ে মারা যায় ১৩টি শিশু৷

তদন্তকারী পুলিশ এখনও আতঙ্ক ছড়ানোর পেছনে কোনো কারণ খুঁজে পায়নি৷ ঘটনার পর পুলিশ ঘটনাস্থলে আসে এবং স্কুল চত্বর ব্যারিকেড করে বন্ধ করে দেয় ও শিক্ষকদের বিবৃতি নেয়৷

কী ঘটেছে স্কুলে?

সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কাকামেগা পুলিশ প্রধান ডেভিড কাবেনা জানান, ‘‘ঠিক কী হয়েছে তা জানতে আমরা তদন্ত শুরু করেছি৷ এই ঘটনায় প্রাণ হারিয়েছে ১৩জন এবং আহতরা হাসপাতালে রয়েছেন৷''

কেনিয়ায় স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু

কিন্তু মৃত এক শিশুর অভিভাবক দোষী সাব্যস্ত করছেন শিক্ষকদের৷ স্থানীয় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘‘যারা প্রাণে বেঁচে বেরোতে পেরেছে তারা জানিয়েছে যে শিক্ষকরা তাদের খুব মারছিলেন৷ সেই মার থেকে পালাতেই শিশুরা দৌড়াচ্ছিল৷ সেখান থেকেই ধাক্কাধাক্কির সূত্রপাত৷''

 

স্কুল কর্তৃপক্ষ এখনও এবিষয়ে কোনো খোলসা করেনি৷ স্কুলের সহ-সভাপতি উইরিয়াম রুটো টুইটারে জানান, ‘‘কাকামেগাস্কুলের ভয়াবহ ঘটনায় আমরা দুঃখিত৷ ঘটনায় ক্ষতিগ্রস্তদের পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা রইল৷''

কেনিয়ায় কোনো স্কুলে শিক্ষার্থীদের মারা আইনত অপরাধ৷ তাই এই দিকটিকেও মাথায় রাখছেন তদন্তকারীরা৷ অন্যদিকে, ক্ষতিগ্রস্তদের পাশে থাকার কথা জানিয়ে এগিয়ে এসেছে রেড ক্রস ইন্টারন্যাশনাল৷ ইতিমধ্যে, মানসিকভাবে ত্রস্ত শিক্ষার্থীদের কাউন্সেলিং ও স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনতে কাজ করছে তারা৷ 

এসএস/কেএম (এএফপি)