1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
সমাজ-সংস্কৃতিফিলিপাইন্স

কেটে ফেলা চুল দিয়ে ছবি এঁকে বাজিমাত

২৩ মার্চ ২০২২

ছিল বেড়াল, হয়ে গেল রুমাল৷ তেমনই ফেলে দেয়া চুল থেকে ক্যানভ্যাসে ছবি৷ বব-মাশরুম, স্টেপস কিংবা লেয়ারস-নানা কায়দায় কেটে ফেলার পর ফেলে দেয়া চুল থেকে শিল্পকর্ম বানিয়ে ফেললেন ফিলিপাইন্সের এক সেলুনের মালিক৷

https://p.dw.com/p/48wi3
Philippinen Künstler Jesstoni Garcia
ছবি: Eloisa Lopez/REUTERS

ফিলিপাইন্সের সান খুয়ান শহরের একটি সেলুনের মালিক জেস্টনি গার্সিয়া৷ চুল কাটার জন্য যখনই কারো মাথায় ক্লিপার লাগান, তখনই নতুন কোনো শিল্পের ভাবনা তার মাথায় চলে আসে৷ একটা পাতলা তুলি এবং আঁঠার সাহায্যে সেলুনের মেঝেতে পড়ে থাকা চুল দিয়ে সাদা-কালো ক্যানভ্যাসে তিনি ফুটিয়ে তোলেন ছবি৷ দুই থেকে পাঁচ ঘণ্টার মধ্যে প্রিয় কোনো সংগীত শিল্পী অথবা অভিনেতার প্রতিকৃতি ফুটে ওঠে তার ক্যানভাসে৷

বছর বত্রিশের এই ব্যক্তি বছরের আট মাস নাবিক হিসেবে কাজ করেন৷ ভেসে বেড়ান জাহাজে, তাই প্রয়োজনমতো তুলি কিংবা রং পান না৷ তাতে কী? শিল্পের ইচ্ছাটাই তো আসল৷ কেটে ফেলে দেয়া চুল দিয়ে দিব্যি ক্যানভাসে ফুটিয়ে তোলেন ছবি৷ প্রথমে আয়না দেখে নিজেকেই আঁকতে শুরু করেছিলেন৷ পরে তারকাদের ছবি আঁকা শুরু করেন তিনি৷

Philippinen Künstler Jesstoni Garcia
ছবি: Eloisa Lopez/REUTERS

নিজের সেলুনের থেকে সমুদ্রেই বেশি সময় কাটাতে হয় তাকে৷ তাই নিজের চুল কিংবা দাড়িই বেশি ব্যবহার করেন ছবি আঁকার জন্য৷ অনেক সময় মাথার পাশ থেকে অতিরিক্ত চুলও কেটে ফেলেন তিনি কিংবা হয়তো জুলপির অংশ৷ ছবি যে তাকে আঁকতেই হবে৷

তিনি বলেন, ‘‘আমার জন্য হতাশা থেকে বেরিয়ে আসার একমাত্র উপায় শিল্প৷’’ এই শিল্পের কিন্তু কদরও রয়েছে৷ তার আঁকা ছবি কিন্তু বিক্রিও হয়৷ এই জন্যই হয়ত বলে, জীবনের ধন কিছুই যায় না ফেলা৷

আরকেসি/এসিবি (রয়টার্স)